আবার কী কলঙ্কিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট।কারণ বিভিন্ন ভাবে এই মহুর্তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। সেটা অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ হোক, অথবা বিশেষ ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, যাই হোক না কেন। একদিকে য়েমন রাত পোহালেই সিডনিতে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট।
সেই ম্যাচে ভারতীয় একাদশে শুভমন গিলের প্রত্যাবর্তনের জোর জল্পনা। তবে তার আগেই বিরাট অভিযোগ উঠল এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। চিটফ্যান্ড প্রতারণায় গুজরাত সিআইডির তরফে পাঠানো হয়েছে সমন। তবে শুভমন গিল একা নন, মোহিত শর্মা, সাঈ সুদর্শন ও রাহুল তেওয়াটিয়ারও নাম জড়িয়েছে এই চিটফান্ড প্রতারণা কানডে।প্রতারণার কিংপিন ভূপেন্দ্র সিংহ জালাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই গোটা বিষয়টি তখন সামনে আসে। উল্লেখিত ঐ চার ক্রিকেটারই আইপিএলে গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। রিপোর্ট অনুযায়ী শুভমন গিল এই স্কিমে ১.৯৫ কোটি টাকার নিবেশ করেছিলেন। বাকিরা এত টাকা না দিলেও, বেশ মোটা টাকা নিয়োগ করেন। সিআইডি আধিকারিকরা এই ঘটনায় ভূপেন্দ্র সিংহ জ্বালার অ্যাকাউন্টের হিসেব নিকেশের দায়িত্বে থাকা রুশিক মেহতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন। এক রিপোর্ট অনুযায়ী সোমবারই বিভিন্ন জায়গায় রেড করে গুজরাত সিআইডি। সেই রেডে জ্বালার অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন নথি সিআইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করে এবং সেইগুলি খতিয়ে দেখার জন্য বিশেষ এক দল গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে রুশিককে কিন্তু কড়া শাস্তি পেতে হতে পারে।
যদিও সিআইডি আধিকারিকরা প্রথমে এই চিটফান্ডে ছয় হাজার কোটি টাকা হেরফেরের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই অর্থের পরিমাণ কমে গিয়ে ৪৫০ কোটিতে এসে দাঁড়ায়। তদন্ত এগোলে এই অর্থের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশষজ্ঞ মহল। এই ধাক্কা সামলানোর আগে শুভমনের জন্য আরও একটি খারাপ খবর রয়েছে, যদিও সেটি এখনও ঘোষিত খবর নয়। অনেকই মনে করছেন শুভমন গিল গুজরাত টাইটান্সের নেতৃত্ব হারাতে চলেছেন? নতুন বছরের প্রথম দিনই তৈরি হয়েছে সেই জল্পনা। সমাজমাধ্যমে গুজরাত কর্তৃপক্ষ ইংরেজি নববর্ষে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। ২০২৫ সালে নতুন গল্পের কথা বলেছেন তাঁরা।বুধবার দুপুরে সমাজমাধ্যমে ভেসে ওঠে গুজরাত টাইটান্সের একটি পোস্ট। সেই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে ক্রিকেটমহলে। তাতে ব্যবহার করা হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানের ছবি।গুজরাতের জার্সি পরা অবস্থায় পিছন থেকে তোলা ছবি ব্যবহার করা হয়েছে। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘২০২৫-এর জিটির গল্প।গুজরাত কর্তৃপক্ষের পোস্ট থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, নেতৃত্বের দায়িত্ব থেকে শুভমনকে সরিয়ে দিয়ে জায়গা ফাঁকা করা হয়েছে। নতুন অধিনায়ক হবেন রশিদ এবং তাঁর নেতৃত্বে আগামী আইপিএলে নতুন অধ্যায় শুরু করতে চলেছে গুজরাত টাইটান্স।উল্লেখ্য, ২০২২ সাল থেকে আইপিএল খেলছে গুজরাত। প্রথম বার হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় তারা। ২০২৩ সালে হার্দিকের নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাত।
কিন্তু ২০২৪ সালের আইপিএলের আগে হার্দিক গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে চলে যান। অধিনায়ক করা হয় শুভমনকে। তাঁর নেতৃত্বে গত আইপিএলে গুজরাত পয়েন্ট তালিকায় আট নম্বরে শেষ করে। ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় তারা। সে কারণেই সম্ভবত শুভমনের নেতৃত্বের উপর আর ভরসা করতে চাইছেন না গুজরাত কর্তৃপক্ষ। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডারকে। এখন দেখার কোন ঘটনার মোড় কোনদিকে নেয়। এই সব ঘটনার প্রভাব কিভাবে শুভমনের ক্রিকেট জীবনকে প্রভাবিত করে সেটাও দেখার।
Discussion about this post