মরশুমের প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। শনিবারের বারবেলায় যুবভারতী চিত্রাঙ্গনে ছিল একশোতম ডার্বি ম্যাচ। ফলে এই ম্যাচ কে জেতে সেটা নিয়ে বাংলার তামাম ফুটবলপ্রেমী অপেক্ষায় ছিল। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের বদলে একচেটিয়া খেলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারািয়ে দিল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন পিভি বিষ্ণু এবং জেসিন টিকে। তবে ম্যাচের শেষ মুহূর্তে সোহেল ভাট দুর্দান্ত হেডে গোল করলেও মোহনবাগানকে জেতাতে পারেননি। ফলে একশোতম ডার্বিতে ২-১গোলে জিতে মাঠ ছাড় ইস্টবেঙ্গল।
এদিন পুরো ম্যাচে ইস্টবেলের দাপট ছিল দেখার মতো। প্রথমার্ধে যদিও আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছিল। তবে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটেনি। ইস্টবেঙ্গল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়ে ও তা নষ্ট করে। একবার বারের উপর দিয়ে বল পাঠিয়ে দেয় ইস্ট বেঙ্গল স্ট্রাইকার। দুটি গোললাইন সেভ হয়েছে। দ্বিতীয়ার্ধে অন্য খেলা শুরু করে লালহলুদ বাহিনী। শুরুতেই আক্রমণের ঝড় তুলতে শুরু করে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান দুটো পরিবর্তন করে। তবুও ৪৭ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের আমন সিকে। তবে ইস্টবেঙ্গলকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫০ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বাড়ানো বল রিসিভ করে ছোট্ট টাচে কাটিয়ে নেন মোহনবাগানের রাজু বাঁশফোরকে। এরপর দুরন্ত শটে গোল করেন পিভি বিষ্ণু। বলতে গেলে একক দক্ষতায় গোল করেন তিনি।
Vishnu PV’s brilliant goal #JoyEastBengal pic.twitter.com/EmEa7TByv5
— EAST BENGAL THE REAL GLORY 🔴🟡 (@EBRG_1920) July 13, 2024
গোল খাওয়ার পর মোহনবাগান কিছুটা আক্রমন শুরু করে। কিন্তু কোন আক্রমণই তেমন দানা বাঁধেনি। ৬৪ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। এবার গোল পান । মোহনবাগান গোলকিপার বল বাড়িয়েছিলেন ডিফেন্ডার সৌরভকে। কিন্তু সে বল নিয়ন্ত্রণ রাখতে পারেনি, ফলে তাঁর পা থেকে বল ছিনিয়ে নেন আমন সিকে। একটা টার্ন নিয়ে আমন মাইনাস করলে আলতো ছোঁয়ায় সেই বল জালে জড়িয়ে দেন জেসিন টিকে। ফলে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে যায়। এরপর ৬৭ মিনিটে ফের আক্রমণ করে আমন সিকে ডান দিক থেকে দুর্দান্ত ক্রস করেন, তবে হীরা মণ্ডলের হেড অল্পের জন্য গোলের বাইরে যায়।
ছিয়াত্তর মিনিটে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। ইস্টবেঙ্গল ডিফেন্ডার বেরিয়ে যাওয়ায় ধাক্কা খায় লাল হলুদ। মোহনবাগান সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। যদিও ইস্ট বেঙ্গল ডিফেন্ডারদের কাছে এসে সব আক্রমণ আটকে যায় । অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সুহেল ভাট দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান কমান। আনোয়ার আলিকে নিয়ে বিতর্কের মাঝে ইস্টবেঙ্গল মর্যাদার লড়াইয়ে মোহনবাগানের হারালো। আর মরশুমের প্রথম ডার্বি জিতে খুশি লালহলুদ জনতাও।
Discussion about this post