কোস্টারিকার বিরুদ্ধে ড্র করার পর অবশেষে জয় ফিরল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভেনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের সুবাদে ব্রাজিল হারিয়ে দিল প্যারাগুয়েকে। চলতি কোপা আমেরিকায় নিজের প্রথম জয় পেল ব্রাজিল। প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাস্ত জয়ের সরণীতে ফিরলেন স্যাভিও, ভেনিসিয়াসরা। একটি পেনাল্টি মিস না করলে গোল সংখ্যা আরও বাড়তো বলেই মনে করছেন ব্রাজিলের ভক্তরা। এদিনের হারের ফলে প্যারাগুয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে গেল। টিকে থাকল ব্রাজিল।
এদিন ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন স্যাভিও এবং লুকাস প্যাকেটা। বাকি দুটি গোল করেন তারকা ফুটবলার ভেনিসিয়াস জুনিয়র। কোস্টারিকার বিরুদ্ধে হতাশাজনক শুরুর পরে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার আক্রমণ ভাগে পরিবর্তন আনেন। রাফিনার জায়গায় তিনি শুরুতেই নামান স্যাভিওকে। এই পরিবর্তন দলকে সাফল্য এনে দেয়। এদিনের ম্যাচে শুরু থেকে দাপট দেখাতে থাকে ব্রাজিল। প্রথমে তারা একটা পেনাল্টি পায় ,কিন্তু লুকাস প্যাকেটা পেনাল্টি মিস করেন। তার শট পোস্টের কোনা দিয়ে বেরিয়ে যায়। এই পেনাল্টি মিসের পর চাপ বাড়তে থাকে ব্রাজিলের উপর। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোল করেছে চাপ কমিয়ে দেন ৩৫ মিনিটে তিনি গোল পান। ট্যাপ ইন থেকে গোল করেন তিনি ।তারপর গোলের ব্যবধান বাড়ান সাভিও।
প্রথমার্ধশেষ হওয়ার ২ মিনিট আগে । প্রথমার্ধের শেষের অতিরিক্ত সময় নিজের দ্বিতীয় গোল করেন ভিনিশিয়াস জুনিয়র। ফলে প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধ প্যারাগুয়ে প্রতি আক্রমণ শুরু করে । ওমর অলডেরেটা একটি দূরপাল্লার শট নেন ৪৮ মিনিটে গোল করে ব্যবধান কমান। ৬৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে প্যাকেটা। এরপর গোল করার জন্য আরো মরিয়া হয়ে উঠে প্যারাগুয়ে ।আর এতে ভুল করে বসে তারা । আন্ড্রেজ কুবাস ডগলাজ ওয়াজ কে ফাউল করে লাল কার্ড দেখে। ১০ জনের বিরুদ্ধে খেলতে আরো সুবিধা হয় ব্রাজিলের। ম্যাচের শেষ দিকটা নিজেদের দখলে রাখে ব্রাজিল।
Discussion about this post