আজকের ডার্বিতে সকলেই এগিয়ে রাখছেন মোহনবাগানকে। তবে সবুজ-মেরুন নিজেরাও পয়েন্ট তালিকায় যে খুব ভাল জায়গায় রয়েছে তা নয়। চার ম্যাচে সাত পয়েন্ট মোটেই ৭০ কোটির দলের আসল পরিচয় নয়। তবে আগের ম্যাচে মহমেডানকে কার্যত উড়িয়ে দেওয়ার পর আবার আনন্দের পরিবেশ ফিরেছে দলে। খেলোয়াড়েরাও অনেক চাপমুক্ত। মোলিনার দলকে ডার্বিতে এটা বাড়তি সুবিধা দিতেই পারে। তবে মোহনবাগানে এই মহুর্তে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছেন,যারা ডার্বিতে নিজেদের যোগ্যতা প্রমান করতে মরিয়া।
নিউজ বর্তমানের মতে মোহনবাগানের সম্ভাব্য একাদশ
বিশাল কাইত, আলবার্তো রডরিপগেজ, টমাস অলড্রেড, আশিস রাই, শুভাশিস বসু,লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়া, দিমিত্রিয়াস, গ্রেগ স্টুয়াড, জিমি ম্যাকলারেন।তবে মাঠে শেষ মহুর্তে হোসে মালিনা কাদের নামান, সেদিকেই নজর মোহনবাগান সমর্থকদের।মোলিনা বলেছেন, “সবাই তৈরি। সাহালও ১০০ শতাংশ ফিট। কালকের ম্যাচে খেলতে তৈরি।
তবে ইস্টবেঙ্গল দলের কথা মাথায় রেখে প্রথম একাদশ তৈরি করব। প্রতিপক্ষের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। খেলোয়াড়দের প্রতি এই বিশ্বাসটা রয়েছে যে ওরা নিজেদের কাজটা করে দেবে। অন্য দিকে শূন্য পয়েন্টে থাকা ইস্টবেঙ্গল চাইবে তাদের সেরা এগারোকে মাঠে নামাতে। মোহনবাগান কোচ থেকে শুরু করে অধিনায়ক সকলেই বলছেন ইস্টবেঙ্গলকে সমীহ করি। কারণ ডার্বি হল ডার্বি। দুটো দলই জিততে নামবে। দুটো দলই লড়াই করবে। দুটো দলই ভাল। সেক্ষত্রে
নিউজ বর্তমানের মতে ইস্টবেঙ্গলের সেরা একাদশ হল
, দেবজিৎ মজুমদার, মহম্মদ রকিপ, আনোয়ার আলি, হেক্টর ইউৎসে, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, মাহি তালাল, নন্দ কুমার, ক্লেটন সিলভা, দিয়ামান্তকোস,
তবে ইস্টবেঙ্গেল, মোহনবাগানের বিরুদ্ধে দল নির্বাচনে অস্কার রুজো কাদের বেশী প্রাধান্য দেন সেটা দেখার। আইএসএলে টানা চার ম্যাচ হারার পর ইস্টবেঙ্গলও এখন আঁধারেই রয়েছে। সেই আঁধার কেটে শনিবার মোহনবাগানের বিরুদ্ধে কি তারা আলো জ্বালাতে পারবে? সেই দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা।
Discussion about this post