: কে কে আরের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই বিষয় নিয়ে নানা জল্পনা ছিল সমর্থকদের মধ্যে। প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আই আর কে ছেড়ে দিয়েছে দল বড় বড় নাম গুলোর দিকে ঝাঁপায়নি ।প্রশ্ন বেঁধেছিল কে হবে পরবর্তী অধিনায়ক? কিন্তু দলে রয়েছে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ভেঙ্কটেশ আইয়ার আর ১৩ কোটির রিঙ্কু সিং। কিন্তু দলের দায়িত্ব থাকছে দেড় কোটির প্লেয়ার অজিঙ্ক রাহানে। কেকেআর জানায় ,কেকেআরের অধিনায়ক হওয়ার জন্য রাহানের ৯০ শতাংশ নিশ্চিত। এইবারই প্রথম নয় এর আগেও ক্যাপ্টেন চেঞ্জ করে চমক এনেছে কেকেআর। আগে দীনেশ কার্তিক তারপর তোমাকে সরিয়ে ইয়ান মরগ্যানকে অধিনায়ক করে। কেকেআর সৌরভকে সরিয়ে ব্র্যান্ড ম্যাককালাম কে অধিনায়ক করেছিল অতীতে। সর্বদা কেকেআর এই চমক দিয়ে এসেছে তাই রাহানেকে অধিনায়ক করলে অবাক হওয়ার কিছু থাকবে না এর আগেও রাহানে মুস্তাক আলি ট্রফি ,জাতীয় দলের নেতৃত্ব এবং ২০২০- ২১ মরসুমে বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি না থাকায় রানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে কেকেআর এর কাছে রাহানের থেকে ভালো বিকল্প নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post