গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট তিক্ত ।তারপর গঙ্গায় অনেক জল গড়িয়েছে ।কিন্তু সুযোগ পেলে এখনো ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কড়া কথা বলার সুযোগ ছাড়েন না প্রাক্তন অজি তারকা ।এবার তার নিশানায় রহিত শর্মা বিরাট কোহলি ।’মোটা অঙ্কের টাকার বেতন’ ছেড়ে কেন তাঁরা অবসর নিচ্ছে না ,সেই প্রশ্ন তুলে দিলেন চ্যাপেল । অথচ দিন কয়েক আগেই বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি ।কিন্তু অ্যাডিলেডে ভারত হারতেই তিনি তীক্ষ্ণ বাক্যবান আনলেন রোহিত বিরাটের উদ্দেশ্যে। টেস্টে যে দুজনেরই অফ ফর্ম চলছে সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কেন তারা এখনো অবশ্য নিচ্ছেন না? কেন নির্বাচিত কমিটি কড়া সিদ্ধান্ত নিচ্ছেন না ?চ্যাপেলের অভিযোগের তালিকা বেশ লম্বা। ঠিক কি বললেন ভারতের প্রাক্তন কোচ? তার বক্তব্য, “তোমার নিজেরই বোঝা উচিত, ফর্ম ভালো চলছে কিনা। এটা ঠিক যে তারা খেলাটা ভালোবাসে ।দুজনেই দীর্ঘদিন খেলা চালিয়েও যেতে চাইবে ।সেটাতে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আর সেই জন্যই দল নির্বাচনের পদ্ধতি বদলানো দরকার। এমন নির্বাচনদের আনা দরকার যাঁরা কঠিন সিদ্ধান্ত নিতে পিছু হটবেন না ।সব সময় যে অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারাই নেবেন, তা নয়। দিনের শেষে মোটা অংকের বেতন ছাড়তে কে চায়? তাই নির্বাচন কমিটিকেই কড়া সিদ্ধান্ত নিতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই কুড়ি কুড়ি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত বিরাট ।কিন্তু টেস্ট ক্রিকেটে থেকে তাঁদের সরাতে গেলে কঠোর হতে হবে নির্বাচকদের ।এমনটাই মত চ্যাপেলের। তিনি বলেছেন মানছি ওদের অবসর নিতে বলার কাজটা কাজটা খুবই কঠিন ।সেই জন্য সঠিক লোককে মাথায় বসাতে হয়। ফর্মের ভালো মন্দ সবারই থাকে। কিন্তু সবসময় উন্নতি চেষ্টা করতে হয় নতুন প্লেয়ার আনতে হবে এবং অনেককে বাদ দিতে হবে।” অতীতেও ফর্ম দিয়ে নানা প্রশ্নের যোগ্য জবাব দিয়েছেন রোহিত বিরাট ।এবার কি অস্ট্রেলিয়া সঙ্গে চ্যাপেল কেও যোগ্য জবাব দিতে পারবেন তাঁরা?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post