: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট লিগ ।একে ক্রোড়পতি লিগ বলা হয়ে থাকে ।কোটি কোটি টাকার এই লিগ, যার প্রতিটি ম্যাচের গুরুত্ব রয়েছে ।একটি ম্যাচে হারা শুধু দলের জন্য নয় একটি ম্যাচ হারলে ফ্রাঞ্চাইজির ওপরেও বিশাল প্রভাব পড়ে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মিডিয়া স্বত্ত্ব, বিজ্ঞাপন ,টিকিট বিক্রি সহ বিভিন্ন খাত থেকে আসে টাকা ।এখন প্রশ্ন হল আইপিএলে একটি ম্যাচ হারলে ঠিক কতখানি ক্ষতি হয় মালিকের। আই পি এল এর টাকা বিভিন্ন জায়গা থেকে আসে। স্টেডিয়ামের টিকিট ,জার্সি ,ব্যাট ,বল ইত্যাদি বিক্রি করে আয়ের মুখ দেখতে পারেন। যেকোনো আইপিএল সিজনের জন্য টিভি ও ডিজিটাল রাইট মোটা টাকায় বিক্রি হয়ে থাকে। এছাড়াও আলাদা আলাদা সংস্থার পক্ষ থেকে ম্যাচ ও গোটা প্রতিযোগিতায় বিজ্ঞাপন মারফত টাকা পেয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি গুলি। আইপিএলে একটি ম্যাচ হারলে মালিকপক্ষের কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে। টিম তৈরির জন্য ফ্রাঞ্চাইজি গুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন। এছাড়াও ব্র্যান্ডিং ও ম্যাচ আয়োজনের ক্ষেত্রে মোটা টাকা খরচ করতে হয়। যদিও একটি ম্যাচেও হারতে হয় কোন দলকে সেক্ষেত্রে মালিক কে বড়সড় টাকার ক্ষতি সম্মুখীন হতে হয়। ম্যাচের হার ও -জিত দলের উপর বিশেষ করে প্রভাব পড়ে থাকে ।যদি কোন দল লাগাতার হারতে থাকে সেক্ষেত্রে ব্র্যান্ড ইমেজের উপর বিশেষ প্রভাব পড়তে থাকে। সরাসরি প্রভাব বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের উপর পরে। ব্র্যান্ড দলের সঙ্গে সম্পৃক্ত থাকে ,দলের হারা বা জেতার ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। লাগাতার হারতে থাকলে স্পন্সরদের চলে যাওয়ার ঝুঁকি থাকে ।একটি ম্যাচ হারলে বিজ্ঞাপন ও তার রেট কমাতে পারে। যদি কোন দল দশটার মধ্যে ৬ -৭ টা ম্যাচ হারে সে ক্ষেত্রে স্পন্সরদের পক্ষ থেকে কম টাকা পাওয়ার সম্ভবনা বেড়ে যায়। এই মন্দা কোটি টাকারও হতে পারে । লাগাতার হারতে থাকা দলকে দেখতে আসা ফ্যানের সংখ্যা কমতে থাকে ।ফলে টিকিট বিক্রিতে প্রভাব ফেলে। হারে শুধুই পারফরম্যান্স নয় মালিকের অর্থনীতির অবস্থাতেও প্রভাব ফেলে ।একটি ম্যাচ হারলে মালিকের ৫- ১০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। যদি টিম জিততে থাকে সে ক্ষেত্রে ১০-১২ কোটি টাকা পেতে পারে মালিক কিন্তু হারের ক্ষেত্রে পুরো ব্যাপারটা উল্টো হয়ে যায়।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post