আর একদিন পরই আমরা পৌঁছে যাব আরও একটি নতুন বছরে। তাই ফেলে আসা বছরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কখনও সুখের সাগরে ভাসতে হবে, আবার কখনও দুঃখের অতলে তলিয়ে যেতে হবে। তবে একমাত্র খেলাধুলার জগতে ২০২৪ সাল শুধুই সাফল্যই সাফল্য এসেছে বলা যায়। ক্রিকেট বিশ্বকাপ থেকে শুরু করে অলিম্পিক্স অথবা প্যারা অলিম্পিক্স থেকে শুরু করে দাবা। ভারতের বিজয়রথ যেন থামতেই চাইছে না ২০২৪ সালে। আসুন ২০২৪ সালের দ্বারপ্রান্তে এসে এক ঝলকে দেখে নেওয়া যাক ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্যের খণ্ড-চিত্র।
২০২৪ সালে ভারত অকটা অভূতপূর্ব সাফল্যের মধ্যে দিয়ে গিয়েছে ক্রীড়া ক্ষেত্রে। একটি ক্রিকেট বিশ্বকাপ, আধা ডজন অলিম্পিক পদক এবং দুটি দাবা বিশ্ব চ্যাম্পিয়ন। ভারত ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চায়। তার আগে ভারতের অলিম্পিক্স গ্রাফ দিন দিন উর্ধ্বমুখী হচ্ছে। যাই হোক ভারতের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান শুনতে হলে মূলত চারটি দিনের কথা স্মরণে রাখা প্রয়োজন। সেগুলি হল, ২৯ জুন, ৩০ জুলাই, ১২ ও ২৮ ডিসেম্বর।
আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়–
প্রথমটি হল ২৯ জুন, রোহিত শর্মার নেতৃত্বে প্রায় ১২ বছর পর ভারতীয় ক্রিকেট দল বহু প্রতিক্ষিত ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। এই জয়টি ছিল ভারতীয় ক্রিকেটের নিরঙ্কুশ আধিপত্যের প্রতীক। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের আদ্র আবহাওয়ায় তীব্র স্নায়ুযুদ্ধের ইতি টেনে রোহিত শর্মা আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হাতে তুলে নিলেন। উল্লেখ্য এবারই প্রথম ২০টি দেশকে নিয়ে কোনও ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয়েছিল। আর এই জয় এসেছে গ্রুপ পর্যায়ের সবকটি ম্যাচ এবং নকআউটের সবকটি ম্যাচ জিতে। যারমধ্যে ভারত হারিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশকে যথেষ্ট আধিপত্য নিয়ে হারিয়েছে।
প্যারিস অলিম্পিক্স –
২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারত ৬টি পদক পেয়েছে। যার মধ্যে রয়েছে একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক। ভারতীয় শুটার মনু ভাকের, যিনি এবারের প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন। কারণ তিনি ভারতের খেলাধুলার ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ, যিনি একটি অলিম্পিক থেকে দুটি পদক জিতলেন। প্রথমে তাঁর ঝুলিতে আসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক। তবে এই ইভেন্টে মনু মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক পাননি। মনু ভাকেরের দ্বিতীয় পদক আসে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে। যেখানে তিনি ভারতীয় শুটার সর্বজিৎ সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ পদক ভাগ করে নিয়েছিলেন। এবারের অলিম্পিক্সে ব্যাক্তিগত ইভেন্টে আরও দুটি ব্রোঞ্জ পদক জেতেন স্বপ্নিল কুসালে, অমন সেরাওয়াত। তবে ভারতীয় হকি দল এবারের প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে রীতিমতো ইতিহাস তৈরি করেছে। কারণ ভারতীয় হকি দল বহু দশক পর অলিম্পিক্স হকিতে কোনও পদক জিতল। তবে এবারের হকিতে বড় সাফল্য পেয়েছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তিনি বিগত টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছিলেন। তবে এবারের প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানি থ্রোয়ারের কাছে পরাজিত হন এবং রুপো জিতেছেন।
প্যারিস প্যারা-অলিম্পিক্স –
এবারের মূল অলিম্পিক্সে ভারতের ক্রীড়াবিদরা খুব ভালো ফল করতে না পারলেও প্যারা অলিম্পিক্সে রেকর্ড ব্রেকিং পারফোর্মান্স করেছেন। এবারের প্যারা অলিম্পিক্স থেকে ভারত সর্বোচ্চ ২৯টি পদক জিতেছে। যার মধ্যে সাতটি সোনা, নয়টি রুপো এবং তেরোটি ব্রোঞ্জ পদক রয়েছে। যা বিগত ৫০ বছরের তুলনায় সর্বোচ্চ। ভারতীয় শুটার অবনী লেখারা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একটি প্যারা অলিম্পিক্স থেকে দুটি সোনা জিতে ইতিহাস সষ্টি করেছেন। জ্যাভলিন থ্রো ইভেন্টে সুমিত অনিল সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। তিনি পরপর দুটি প্যারা অলিম্পিক্সে সোনা জিতলেন। ১৭ বছরের শীতল দেবী ভারতের সর্বকনিষ্ঠ প্যারা অলিম্পিয়ান হিসেবে ব্রোঞ্জ জিতে রেকর্ড গড়েছেন।
দাবা-
১৮ বছরের ডি গুকেশ ২০২৪ সালে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে রেকর্ড গড়েছেন। তিনি চিনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় দাবূাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে ডি গুকেশ ফিডে টুর্নামেন্ট জিতে হইচই ফেলে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, ২০২৪ সালের দাবা খেলায় আরও একটি ঐতিহাসিক মাইলস্টোন অর্জন করেছেন ভারতীয় দাবাড়ুরা। বুদাপেস্টে আয়োজিত দাবা অলিম্পিয়াডে পুরুষ ও মহিলা দুই বিভাগেই ভারত সোনা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সবমিলিয়ে ২০২৪ সাল ভারতীয় ক্রীড়া জগতে এক উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
Discussion about this post