গৌতম গম্ভীরকে নিয়ে জল্পনা চলছিলই যে তিনিই আগামী দিনে ভারতীয় দলের দায়িত্ব নেবেন। এবার কেকেআর-এর আইপিল জেতা এবং বিভিন্ন ঘটনা প্রবাহ সেই জল্পনাকে আরও উস্কে দিল বলে মনে করছেন ক্রিড়া বিশেষজ্ঞরা।
গৌতম গম্ভীরকে যদি ভাবেন তিনি শুধু কলকাতার মেন্টর, তাহলে আপনার ভাবনা এবং জানা দুটি বিষয়ই অসম্পূর্ণ। কারণ যখন গৌতমকে শাহরুখ খান একরকম জোর করে রাজি করিয়েছিলেন, তখনই তাকে বলা হয়েছিল এখন থেকে কেকেআর তোমার দায়িত্বে, দল কিভাবে চলবে না চলবে তা সম্পূর্ণ তোমার হাতে। এবং এর জন্য তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল, অর্থাৎ তোমার পারিশ্রমিকের বিচার করবে না কেকেআর ম্যানেজমেন্ট, এই দায়িত্বও তোমার। আইপিএল ২০২৪ এর শেষে দেখা গেল ফাইনাল কেকেআর জিতলেও,আসলে জয়টা শাহরুক খানের দুরদৃষ্টি এবং গম্ভীরের উপর অগাধ বিশ্বাসের জয়। কেকেআরের খেলোয়াড় এবং সার্পোটিং স্টাফেরা আইপিএল জিতে যখন আনন্দে মত্ত, তখন মাঠে দেখা গেল অন্য চিত্র। মাত্র কিছু দিন আগে যার সমন্ধ্যে সাহসী এবং বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে ছিলেন সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে বেশ কিছুক্ষন ধরে আলোচনায় ব্যস্ত তিনি।
যদিও আলোচনার বিষয় বস্তু অজানা তবে এই দৃশ্য দেখে আবারও সামনে চলে এল গম্ভীরে ভারতীয় দলে কোচ হওয়ার জল্পনা। আর এই জল্পনা আরও জরালো হওয়ার কারণ শুধু জয় শাহ নয়, রজার বিন্নির সঙ্গেও কথা বলেন গম্ভীর, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। আর এই সব দৃশ্য দেখে অনেকেই মনে করছেন গম্ভীরের সঙ্গে কোচ হওয়ার বিষয়েই কথাবার্তা হয়েছে, যদিও সঠিক উত্তর অজানা। নিশ্চয় আপনাদের জানতে ইচ্ছে করবে গৌতম গম্ভীর যাকে ভারতের জাতীয় দলের কোচ করার কথা চলছে, ভারতীয় ক্রিকেটে তার অবদান কী। তাহলে বলে রাখি ২০১০ এর শেষ থেকে ২০১১ সালের শেষদিক অবধি, তিনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন ভারত ছয়টি ওয়ানডে খেলে এবং প্রত্যেকটিতে জয়ী হয়েছিল। ২০০৭ সালের বিশ্বকাপ টি-টোয়েন্টিতে মাত্র ৫৪ বল খেলে ৭৫ রান এবং ২০১১ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপে ভারত যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে তখন ১২২ বলে ৯৭ রান অর্থাৎ বিশ্বকাপের দুটি ফাইনালে তিনি ভারতের মহাকাব্য জয়ের এক অবিচ্ছেদ্য অংশীদার ছিলেন।
গম্ভীর হয়তো তার সেঞ্চুরি মিস করেছেন, কিন্তু সেদিন তিনি যে ক্রিকেটটি খেলেছিলেন তা শুধু ভারতকে তাদের রান তাড়া করার ভিত্তিই দেয়নি, ফর্মের বাইরে থাকা ধোনির উপর চাপও কমিয়ে দিয়েছিল । এবং যুবরাজের সাথে 54 রানের পার্টনারশিপ এবং একটি শেষ ছয় আর ভারত আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ধোনি তার অপরাজিত 91 রানের জন্য ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন এবং যুবরাজ তার অবদানের জন্য ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পান, কিন্তু গম্ভীরের 97 রানের অমূল্য ইনিংসটি তার যোগ্য প্রাপ্য স্বীকৃতি পায়নি।তবে একথা নিশ্চিত করে বলা যায় ভারতীয় ক্রিকেটে গম্ভীরের অবদান গর্ব করার মত।
এখন যদি গম্ভীর ভারতীয় দলের কোচ হন, তা হলে আর আইপিএলে নিজের দায়িত্ব সামলাতে পারবেন না তিনি। অর্থাৎ, এক বছরের জন্য কেকেআরের মেন্টর হওয়ার পরেই দায়িত্ব ছাড়তে হবে তাঁকে। তাতে কি রাজি হবেন শাহরুখ খান ? সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
Discussion about this post