ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইএসএল শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টস মুম্বাই সিটি এফসি ম্যাচ দিয়ে শুরু হবে। মোহনবাগান গত বছর আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন ,মুম্বাই এফসি গত বছরের লীগ চ্যাম্পিয়ন। ১৩ টিমের লিগের সূচি ঘোষিত হলেও শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এফসি শুরু থেকে তাদের টিম নামাতে পারবে কিনা সন্দেহ। তারা এখনো গত মরসুমের ফুটবলারদের পেমেন্ট না দেওয়ায় আইএফএ তাদের লাইসেন্সিং শর্তাবলীর ক্লিয়ারেন্স দেয়নি ।তাদের নতুন মরসুমে টিম গঠনও শুরু হয়নি। প্র্যাকটিস তো দূর অস্ত। এই বেঙ্গালুর বিরুদ্ধে হায়দ্রাবাদ তাদের ম্যাচ খেলতে পারবে কিনা সন্দেহ। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সূচি জানানো হয়েছে ।সব ম্যাচই স্পোর্টস 18 এবং জিও সিনেমায় দেখানো হবে। প্রথম ডার্বি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগানের ম্যাচগুলি রয়েছে ১৩ সেপ্টেম্বর, ২৩ শে সেপ্টেম্বর, ২৮ শে সেপ্টেম্বর ,৫ই অক্টোবর, ১৯ অক্টোবর, ৩০ অক্টোবর, ১০ই নভেম্বর ,২৩ শে নভেম্বর ,৩০শে নভেম্বর, ৮ ডিসেম্বর ,১৪ ডিসেম্বর এবং ২৬ শে ডিসেম্বর। ইস্টবেঙ্গলের ম্যাচগুলো রয়েছে ১৪ সেপ্টেম্বর, ২২সেপ্টেম্বর, ২৭ সেপ্টেম্বর ,৫ই অক্টোবর ,১৯ অক্টোবর ,২২ অক্টোবর ,৯ নভেম্বর, ২৯ নভেম্বর ,৭ ডিসেম্বর, ১২ই ডিসেম্বর ,১৭ ডিসেম্বর ,২১শে ডিসেম্বর, ২৮শে ডিসেম্বর। মোহামেডানের ম্যাচগুলি রয়েছে ১৬ সেপ্টেম্বর, ২১শে সেপ্টেম্বর, ২৬ শে সেপ্টেম্বর, ৫ই অক্টোবর ,২৩ অক্টোবর, ২৬ শে অক্টোবর ,9 নভেম্বর, ২৭ নভেম্বর ,২রা ডিসেম্বর ,৬ ডিসেম্বর ,১৫ ডিসেম্বর ,২২ ডিসেম্বর ,২৭শে ডিসেম্বর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post