রবিবার থেকে আইসিসি চেয়ারম্যানের পদের দায়িত্ব নিলেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পথ ছেড়ে এবার তিনি বিশ্ব ক্রিকেটের প্রধান পদে আসীন হলেন। দায়িত্ব নিয়ে মূল মুখ খুলেছেন জয় শাহ। জানিয়েছেন ,টেস্ট ক্রিকেটের ঐতিহ্য রক্ষা এবং মহিলাদের ক্রিকেটের উন্নতিতে জোর দিতে চান ।আগস্ট মাসে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন জয় শাহ। গ্রেগ বার্কলের জায়গায় বসেছেন তিনি ।২০১৯ সাল থেকে ভারতীয় বোর্ডের সচিব থাকার পরে দায়িত্ব ছাড়লেন। রবিবার সমাজ মাধ্যমে বেশ কিছু কথা বলেছেন তিনি। জয় শাহ লিখেছেন, “আইসিসির পদে বসতে পেরে আমি সম্মানিত। ক্রিকেট এমন একটা খেলা যে বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে ।ফলে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। অনেক সুযোগও তৈরি হয়েছে। ক্রিকেট খেলার একটা রূপান্তরের পর্যায়ে রয়েছি। আইসিসির দল এবং সদস্য দেশগুলির জন্য কাজ করার ব্যাপারে আমি দায়বদ্ধ। ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে এবং উন্নতির পথ খুঁজে বার করতে চাই।” জয় শাহ আরো লিখেছেন “তৃণমূল স্তরের উন্নতি থেকে বড় প্রতিযোগিতা আয়োজন করা -আমার লক্ষ টেস্টকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া ।পাশাপাশি সমর্থকদের ইচ্ছাপুরনও করতে চাই। টেস্ট ক্রিকেট হল খেলাটা সর্বোচ্চ চূড়া। তার ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি সমর্থকদের কাছে আকর্ষণ আরো বাড়াতে চাই। একই সঙ্গে মহিলাদের ক্রিকেটের উন্নতি করতে চাই। সেই পরিকল্পনাও দ্রুত করতে হবে।”
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post