: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন’ নতিস্বীকারে’ খুব একটা খুশি নয় সে দেশের ক্রিকেট মহল ।এহেন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার। একসময় অনড় মনোভাব নিলেও চাপের কাছে নতিস্বীকার করা ছাড়া রাস্তা ছিল না পাকিস্তানের। কারণ ভারতকে বাদ দিয়ে কখনো টুর্নামেন্ট হওয়া সম্ভব নয় সেটা তারা বুঝে গিয়েছিল শোনা গেল পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে নাকি আইসিসি কে বলা হয়েছে তারা হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি মেনে নিতে রাজি ।কিন্তু বদলে ২০৩১ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট হবে, পাকিস্তানের ক্ষেত্রে একই জিনিস করতে হবে ।অর্থাৎ , হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট হবে, ভারতে হবে অধিকাংশ খেলা। কিন্তু পাকিস্তান খেলবে অন্যত্র! ঠিক এবার যা ভারত করেছে। তবে পাকিস্তান হাইব্রিড মডেলে খেলুক এমনটা মোটেও চাইছেন না শোয়েব। কিংবদন্তি পাক পেসারের স্পষ্ট বার্তা পাকিস্তান টিমকেই এমন শক্তিশালী করে গড়ে তুলতে হবে যারা ভারতে গিয়ে ভারতকে হারিয়ে আসতে পারে। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে শোয়েব বলেন, “আমার মনে হয় ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিত। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে আমি সবসময় বিশ্বাস করেছি ভারতে খেলা আর ওখানেই ওদের মেরে এসো “। শোয়েবের মতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি খেলার সিদ্ধান্ত নাকি অনেক আগেই নেয়া হয়েছিল।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post