অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর সেই ঘটনার প্রতিবাদ আছড়ে পড়েছে ঢাকার রাজপথে। পাশাপাশি বিক্ষিতভাবে প্রতিবাদ চলছিল সেদেশের নানা প্রান্তে। এখন লাগাতার চলছে বিক্ষোভ, প্রতিবাদ। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে নিঃশর্তভাবে। আর সেদেশের প্রতিবাদ আছড়ে পড়়ছে এদেশের রাজপথে। এইবার এরমধ্যেই কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশের একটি রাজনৈতিক দল প্রাক্তন বিএনপির নেতা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিস গ্রেফতার তাকে। জানা গিয়েছে, ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি পাসপোর্ট। ওই পাসপোর্টে লেখা রয়েছে, রাজস্থানের বাসিন্দা কিন্তু কর্মসূত্্রে দিল্লিতে থাকেন।
জানা গিয়েছে, দু বছর আগে তিনি নাম পরিবর্তন করে বাংলাদেশ থেকে পালিয়ে যান। তারপর থেকে কলকাতাতেই রয়েছেন তিনি। রবি শর্মা বলে এলাকাবাসীদের কাছে পরিচয় দিয়েছিলেন। তবে তার আসল নাম জানা গিয়েছে সেলিম মাতব্বর। তাকে গ্রেফতার করে আর কেউ তার সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিস। পাশাপাশি কি কারণে তিনি এখানে লুকিয়ে ছিলেন, সেসবও জানার চেষ্টা করছে পুলিস আধিকারিকরা।
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। সে দেশের পরিস্থিতি নিয়ে এখানকার সরকারও বেশ উদ্বিগ্ন। ইতিমধ্যেই এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যওপাধ্যায়ও দুঃপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত গ্রহণ করবে তাই মেনে রাজ্যও চলবে।
তবে কবে বাংলাদাশেরে পর্সিথিত আয়ত্তে আসে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সে দেশের মানুষের সঙ্গে ভারতও।
Discussion about this post