কেকেআর রিটেন করেনি। আইপিএলের মেগা নিলামে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটের দিকে বাড়তি নজর ছিল ।তাদের মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের এমবিএ ডিগ্রিধারী ভেঙ্কটেশ আইয়ার। নাইটদের তৃতীয় আইপিএল ট্রফি জয়েন এ পথে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভেঙ্কি। ভেঙ্কটেশ আইয়ার কে যখন অকশন এর তোলা হল লড়াই শুরু হল আরসিবি এবং কেকেআরের মধ্যে ।আরসিবি লড়াইয়ে ঢুকলো ৮ কোটি দর হেঁকে । আরসিবি এবং কেকেআর এর মধ্যে লড়াই চলতে থাকল ।অবশেষে ২৩.৭৫ কোটিতে ভেঙ্কটেশকে কিনে নিল কে কে আর। কিছুটা যেন অপ্রত্যাশিত! মধ্যপ্রদেশের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে। গত মরসুম অবধি কেকেআর জার্সিতে আইপিএল খেলতে দেখা গিয়েছিল তাকে ।এখন ও অবধি ৫১ টি আই পি এল ম্যাচ খেলেছেন ভেঙ্কি। মধ্যপ্রদেশের অলরাউন্ডার এর একদিকে রয়েছে যে পাওয়ার হিটিং ক্ষমতা । পাশাপাশি তিনি বোলিং য়ে পারদর্শী ।কেকেআরের ডেবিউ মরসুমে ১০ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। পরের বছর আইপিএলে ১০-১২ টি ম্যাচ খেলে এ ১৪ টি ম্যাচ খেলেন ।২৪ এর আইপিএল তিনি একটি মাত্র ওভার বল করেছিলেন এপর্যন্ত এবং মোট রান ১৩২৬ যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ১৬ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি সেঞ্চুরি। ২০০৮ সালের আইপিএল কেকেআরের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালাম সেঞ্চুরি করেছিলেন।।তারপর কেকেআরের দ্বিতীয় হিসেবে ১৫ বছর পর সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর স্কোয়াডে ৪ জন অলরাউন্ডার ছিলেন। অনুকূল রায় ,রমনদীপ সিং। এই চারজনের মধ্যে দুজনকে রিটেন করেছে কেকেআর। তন্দ্রে রাসেল ও রমদীপ সিং ফলে নিলামে অলরাউন্ডারের নজর ছিল কেকেআরের ও। নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন ভেঙ্কটেশ। তাঁকে ২৩.৭৫ কোটিতে কিনল কেকেআর। Thumble ২৩.৭৫ কোেটিতে ভেঙ্কটেশ কেকেআরে, রহস্য ফাঁস!
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post