পছন্দের খেলোয়ার কি নিতে নিলামের সেটিং থেকে চেন্নাই সুপার কিংস কে জেতাতে আম্পায়ার ফিক্সিং এন শ্রীনিবাসনের বিরুদ্ধে এমন সব বিস্ফোরক অভিযোগ তুলে একটি ইউটিউব চ্যানেলের পডকাস্ট এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা দাবি করেছেন যে আইপিএল আয়োজনে ক্ষেত্রে শ্রীনিবাসন যাতে কোনো রকম ব্যাগড়া না দেন সেজন্য ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার চেন্নাইয়ের হাতে তুলে দিয়েছিলেন । এমনকি যাতে অন্য কোন দল তার জন্য বিট না করে সেই বার্তাও দেয়া হয়েছিল বলে দাবি করেছেন ললিত ।শুধু তাই নয় ললিত দাবি করছেন গোড়ার দিকে আম্পায়ার ফিক্সিং করতেন শ্রীনিবাসন। মহেন্দ্র সিং ধোনিদের জেতাতে সিএসকে ম্যাচে চেন্নাইয়ের আম্পায়ার রাখতেন ।আর সেই বিষয়টি বিরোধিতা করে তিনি শ্রীনিবাসনের রোষানলেও পড়েছিলেন বলে দাবি করেছেন ললিত। ইউটিউবার রাজ শামানির ব্রডকাস্টে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত বলেন, আমি ফ্লিনটফকে শ্রীনিবাসনের হাতে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলাম সেটা নিয়ে কোন সন্দেহ নেই। প্রতিটি দল সে বিষয়ে জানতো ।আইপিএল হতে দিতেন না শ্রীনিবাসন সেটা না হলে। উনি আমাদের কাঁটা ছিলেন ।হ্যাঁ আমরা বলেছিলাম যে কেউ যেন ফ্লিনটফ কে না নেয়। সেটা আমি করেছিলাম।” উল্লেখ্য ২০০৯ সালে চেন্নাইয়ের আইপিএল খেলেছিলেন ফ্লিনটফ।ম্যাচ ফিক্সিংয়ে শ্রীনিবাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ললিত মোদির। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এর বিরুদ্ধে অ্যাম্পায়ার ফিক্সিং এর অভিযোগ তুলেছেন ললিত। ওই পটকাাস্টের ললিত বলেন,’ উনি অনেক কিছু করেছেন উনি আম্পায়ার ফিক্সিং করেছেন আমি ওর বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছি। উনি আম্পায়ার পাল্টে দিতেন গোড়ার দিকে আমি বিষয়টা নিয়ে এত মাথা ঘামাইনি। কিন্তু পরে যখন আমি বুঝতে পারি যে উনি চেন্নাই ম্যাচ চেন্নাইয়ের আম্পায়ার রাখছেন, সেটা আমি মেনে নিতে পারিনি ।আমার আপত্তি ছিল এটাকে ফিক্সিং বলে।’ ললিত আরো বলেন ,’আমি যেগুলি ফাঁস করিতে শুরু করেছিলাম তখন উনি পুরোপুরি আমার বিরুদ্ধে চলে গিয়েছিলেন ‘।সেই সঙ্গে তিনি দাবি করেন শ্রীনিবাসন ভেবেছিলেন আইপিএল মুখ থুব পড়বে। কিন্তু যখন আইপিএল সাফল্য পেতে শুরু করেছিল তখন সবাই হুমড়ি খেয়ে পড়েছিল।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post