: খেলতে খেলতে বিশ্ব রেকর্ড করে ফেলল বাংলার ছেলে থুড়ি শিশু অনীশ সরকার বয়স মাত্র ,৩ বছর ৮ মাস ১৮ দিন। কিন্তু এই বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে ফিডের রেটিং পেয়ে বিশ্ব রেকর্ড করে ফেলল খুদে দাবারু। ২০২১ সালের ২৬ শে জানুয়ারি জন্মগ্রহণ অনীশের। কলকাতার কৈখালীতে বাড়ি তাঁর ।অনীশের এই কীর্তিতে স্বভাবতই খুশি তার বাবা-মা উচ্ছাসিত তার কোচ দিব্যেন্দু বড়ুয়া ও।। কার্টুনের থেকে দাবার প্রতি বেশি আকর্ষণ অনীশের ।রাজ্যের অনূর্ধ্ব ৯ দাবা প্রতিযোগিতায় রেটিং থাকা দুই দাবারু আরভ চ্যাটার্জি ও আহিলন বৈশ্যকে হারিয়ে চমকে দিয়েছে সে ।অনীশ ১৫৫৫ এলো রেটিং পেয়েছে। ভেঙে দিয়েছে ভারতের তেজস তিওয়ারির করা রেকর্ড।এর আগে সে পাঁচ বছর বয়সে ফিডে এলো রেটিং পেয়েছিল এ বিষয়ে তার কোচ দিব্যেন্দু বলেন “ও আমায় মিত্রভা গুহর কথা মনে করিয়ে দিচ্ছে। অনীশের এর মধ্যে পারদর্শিতা রয়েছে ।ফিডে রেটিং পাওয়াটাই সব কিছু নয় ।ওকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে”। এক বছর আগে তার দাবায় হাতে খড়ি হয়। তার মা বলেন, “আমরা ওকে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখাতাম। যেমন কার্টুন, কিন্তু ওর নজর সব সময় দাবার দিকে থাকত। জানুয়ারির দিকে ওর এই খেলার প্রতি আগ্রহ আরো বাড়তে থাকে। আমি তাকে দাবার বোর্ড কিনে দিই। আমার মনে হয়েছিল অন্য খেলা থেকে দাবাটা ওর জন্য বেশি সুরক্ষিত ।কারণ আমি যদি ওর দিকে নজর দিতে না পারি তাহলে সেটা চালিয়ে নিয়ে যেতে পারবে। পরে আমরা দিব্যেন্দু বড়ুয়ার কাছে নিয়ে যাই” ।যদিও ছেলের কীর্তিতে উচ্ছ্বসিত হলেও এখনো নিজের পরিচয় সংবাদমাধ্যমের কাছে দিতে চাইনি অনীশের মা ।তিনি বলেন,” যেদিন ছেলে গ্র্যান্ড মাস্টার হবে সেদিন আমি নিজের পরিচয় জানতে খুশি হব। আমরা ওর পেছনে সব সময় থাকব। ওর যা করতে চাইবে তা করবে। ওর ওপর কোনরকম চাপ নেই। আমি চাই ও যেটা করছে সেটাকে উপভোগ করুক”। অন্যদিকে আনিসের কোচ দিব্যেন্দু বড়ুয়া জানান,তাকে আসন্ন টাটা স্টিল কলকাতা চেসে পাঠানোর চেষ্টা চলছে
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post