৩১ অক্টোবর অর্থাৎ গত বৃহস্পতিবার বিকেলের ভিতর ১০ দলকেই খেলোয়াড় ধরা ছাড়ার তালিকা দিতে হতো। বিসিসিআইয়ের নির্দেশ মতো সকল আইপিএল টিম রিটেনশন লিস্ট জমা দিয়েছে। দিল্লি ক্যাপিটালস এবার ধরে রেখেছে অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ক্রিস্টেন স্ট্যাবস ও কুলদীপ যাদব কে। দিল্লি ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক ঋষভ পন্থকে । যার মানে ঋষভ ঝড় তুলতে চলেছেন মেগা নিলামে ।দিল্লির হয়ে ৮ মরশুম খেলে ঋষভ এবার অন্য দলে ঢুকে পড়বেন। ঋষভ কোন দলে খেলবেন? তা এখনই জানেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন সুরেশ রায়না। সিএসকের ঘরের ছেলে রায়না সাফ বলেই দিলেন যে, রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেস এ উঠছেন পন্থ।
ধোনির সঙ্গেপন্থের সম্পর্কে একেবারে গুরু চেলার মত। বিভিন্ন সময়ে তা বলেছেন যে কিংবদন্তি ধ্বনিই তার শিক্ষক। ধোনি নিশ্চিত ভাবেই চাইবেন চেন্নাইতে পন্থকে নিয়ে আসতে। ধোনির এখন ৪৩ বছর বয়স। খুব স্বাভাবিকভাবেই তিনি আর বেশিদিন আইপিএল খেলবেন না। অন্যদিকে সিএসকে তে আসলে দল যে আরো শক্তিশালী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুরন্ত উইকেট কিপিং, ঝড়ো ব্যাটিং যেমন পন্থের পরিচয় তেমনি পন্থকে অধিনায়ক করতে পারে সিএসকে। অতীতের ধোনি- পন্থ ভারতীয় দলের হয়ে খেলেছে। এবার দেখার দুজনের জুটি কিভাবে সাফল্য এনে দিতে পারে সি এস কের জন্য।
Discussion about this post