আজ থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। পুরুষ এবং মহিলাদের এই টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা প্রত্যেক বছর অনুষ্ঠিত হবে জুন থেকে আগস্ট মাসে। প্রতিটি ম্যাচের সময়সীমা ধরা হয়েছে সাড়ে তিন ঘন্টা । একই দিনে পুরুষ এবং মহিলাদের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে। সিএবির পরিচালনায় এই ক্রিকেট প্রতিযোগিতায় আটটি অঞ্চল থেকে দল প্রতিনিধিত্ব করবে। দর্শকরা একটি টিকিটের মাধ্যমেই পুরুষদের ম্যাচ এবং মহিলাদের ম্যাচ একই সঙ্গে একই দিনে উপভোগ করতে পারবেন।
পুরুষ খেলোয়াড়রা মহিলা খেলোয়াড়দের তুলনায় চার গুণ বেতন পেলেও এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য কিন্তু পুরুষ এবং মহিলা বিভাগে একই থাকছে। মূলত বাংলা ক্রিকেটের প্রসার এবং বিভিন্ন জেলা থেকে ক্রিকেটার তুলে আনা লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে সিএবি কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে হারবার ডায়মন্ড এবং শিলিগুড়ি স্ট্রাইকার্স । উদ্বোধনের আগে কোথাও খামতি রাখতে রাজি নন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।ম্যাচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন টলিউড ও বলিউডের শিল্পীরা। স্নেহাশিসের কথায়, “দেড় বছরের সুদীর্ঘ প্রচেষ্টার ফল পেয়েছি। আমরা সকলে রোমাঞ্চিত “।আরও বলেন, “লিগ থেকে নতুন অনেক ক্রিকেটার পাওয়া যাবে। যারা বাংলা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে”। এ দিন ছেলে এবং মেয়েদের ম্যাচের টসের মুদ্রার উদ্বোধন করা হয়। ছেলেদের ম্যাচের মুদ্রায় একদিকে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি। মেয়েদের ম্যাচের মুদ্রায় এক দিকে রয়েছে ঝুলন গোস্বামীর প্রতিকৃতি। ঝুলন ও আশাবাদী নতুন লিগ নিয়ে। বলেন, “মেয়েদের দারুণভাবে উপকৃত করবে এই লিগ ।ভবিষ্যতে ডাব্লিউ পি এল এর মত মঞ্চে বা ভারতীয় দলেরও এই মেয়েরা বাংলার মুখ উজ্জ্বল করবে।
শিলিগুড়ি টাইগার্সের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে হৃত্বিক রায়চৌধুরীর হাতে। আকাশদীপ বলেন, ,”এই লিগ নিঃসন্দেহে শিলিগুড়ির ক্রিকেট চর্চা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে” ।হারবার ডাইমন্ডস এর মার্কি ক্রিকেটার মনোজ তেওয়ারি বলেন,” ১০ বছর আইপিএল খেলেছি ….সেই অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চাই”। সমস্ত ছেলেদের এবং মেয়েদের ম্যাচ একই দিনে, একই মাঠে অনুষ্ঠিত হবে এবং মোট ৩২ টা ম্যাচ হবে লিগ পর্যায়ে। লিগ পর্যায়ে যে দল সবচেয়ে উপরে থাকবে তারা সরাসরি ফাইনাল খেলবে । দ্বিতীয় এবং তৃতীয় দল এলিমিনেটর বা সেমিফাইনাল খেলে ফাইনালে পৌঁছাবে। আই পি এল লিগের ধাঁচেএই প্রতিযোগিতায় নতুন নতুন প্রতিভা তুলে আনাই মূল লক্ষ্য। যে ৮টি দল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে ১. অ্যাডামাস ওয়ারিয়র্স -এই দলে বাঁকুড়া পুরুলিয়া এবং হাওড়া এই তিনটি জেলার ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। এই দলের মালিক রাইস- অ্যাডামাস গ্রুপ। এই দলের পুরুষ বিভাগের অধিনায়ক বা মার্কি খেলোয়াড় অনুষ্ঠুপ মজুমদার এবং মহিলা বিভাগের অধিনায়ক ধাড়া গুজ্জার। ২. হারবার ডায়মন্ডস। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার খেলোয়াড়রা এই দলে অংশগ্রহণ করবেন। এই দলের মালিক জিডি স্পোর্টস। পুরুষ দলের অধিনায়ক মনোজ তিওয়ারি এবং মহিলা দলের অধিনায়ক সুকন্যা পারিদা।৩. লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। কলকাতা এবং হুগলি এই দুই জেলার খেলোয়াড়রা এই দলের অংশগ্রহণ করবে। এই দলের মালিক লাক্স ইন্ডাস্ট্রিজ এবং শ্যাম স্টিল।
এই দলের মার্কি খেলোয়াড় বা অধিনায়ক অভিষেক পোড়েল এবং মহিলাদের মিতা পাল।৪. মুর্শিদাবাদ কিংস। এই দলে অংশগ্রহণ করবে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার খেলোয়াড়েরা। প্রীতম ইলেকট্রিক এবং জালান বিল্ডার্স এই দলের মালিকানায় রয়েছেন। পুরুষ দলের অধিনায়ক সুদীপ কুমার ঘরামী এবং মহিলা দলের অধিনায়ক দীপ্তি শর্মা। ৫. রথ টাইগার্স ।পশ্চিমের বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার খেলোয়ারা এই দলে অংশগ্রহণ করতে পারবেন ।এই দলের মালিক সার্চি স্পোর্টস ভেঞ্চার । এই দলের মার্কিন ক্রিকেটের শাহবাজ আহমেদ এবং মহিলা দলের তিতাস সাধু।৬. রাস্মি মেদিনীপুর ইউজার্ডস। এই দলের মালিক রাশ্নি গ্রুপস এই দলের মার্কি ক্রিকেটার পুরুষ বিভাগে অভিমন্যু ইশ্বরণ এবং মহিলা বিভাগের রিচা ঘোষ ।৭. সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স । দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিংপং জেলার খেলোয়াড়রা এই দলে খেলার সুযোগ পাবেন ।এই দলের মালিকানা রয়েছে সার্ফোটেক পাওয়ার সিস্টেম এর হাতে। এই দলের মার্কি ক্রিকেটার আকাশ দ্বীপ এবং মহিলা বিভাগের প্রিয়াঙ্কা বল। ৮. সোবিস্কো স্ম্যাশার্স মালদা। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন এই দলের মালিক সোনা বিস্কুটস। এই দলের অধিনায়ক মুকেশ কুমার এবং মহিলাদের অধিনায়ক ঋষিতা বসু
Discussion about this post