এই নিয়ে ১৫ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ আবারো চলে গেল সান্তিয়াগো বের্নাবাউয়ের ট্রফি রুমে । উৎসবে মাতয়ারা রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন মাত্রা যোগ করে দিলেন কিলিয়ান এমবাপে রবিবার তিনি ফ্রি ফুটবলার হিসেবে যোগ দিয়েছেন নতুন ক্লাবে। শনিবার ফাইনালে বরুসিয়ার ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। শক্তি এবং ভারসাম্যে রিয়াল অনেকটা এগিয়ে থাকলেও পাল্লা দিয়ে লড়াই করে ডর্টমুন্ড।
৭০ মিনিটের পর থেকে আক্রমণে ঝড় তুলে রিয়াল। ৭৩ মিনিটের মাথায় টনি ক্রুসে কর্নার থেকে হেড করে রিয়ালকে এগিয়ে দেন দানি কার্ভাহাল । সেই মুহূর্ত থেকে যাবতীয় আক্রমণ বন্ধ হয়ে যায় ডর্টমুন্ডের। ৮২ মিনিটে রক্ষণে ভুলে বল পেয়ে যায় ইংল্যান্ডের মিডফিল্ডার বেলিংহাম। ভিনিসিয়াস জুনিয়রকে বল বাড়াতে তিনি ভুল করেননি। সেই বল ধরে দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করে ব্রাজিলীয় তারকা। কোচ হিসেবে পাঁচটা চ্যাম্পিয়নস লিগ ট্রফি যে আর কারো নেই । তাই আন্সেলোত্তির মতো সত্যিই কেউ নেই। রিয়াল কোচ হিসেবে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জেতার পরেই মন্তব্য, “আমাকে আপ্লুত করে দিয়েছে এই খেতাব । রিয়েলের মত ক্লাবকে কোচিং করতে পেরে আমি ভাগ্যবান”। আবার তাকে পেয়ে ভাগ্যবান রিয়ালও। 64 বছর 357 দিন বয়সী শনিবার চ্যাম্পিয়নস লিগ জিতলেন তিনি।
বয়স্ক ট্রফি জয়ী হতে তালিকায় 4 নম্বরে। এই বয়সে পৌঁছেও ভিনিসিয়াসদের মতো তরুণদের কাছে জনপ্রিয়। এতটাই যে বকাঝকা করল তাঁরা রাগ করেন না। বুঝতে পারেন কি চাওয়া হচ্ছে ।সেটাই মাঠে করে দেখান। শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের হাফটাইমে, আন্সেলোক্তির কাছে বকুনি খেয়েছিলেন ভিনিসিয়াস। তারপর দ্বিতীয় আর্ধে যে ভিনিসিয়াস কে দেখা গেল মাঠে, তা দেখে অনেকে দাবি করলেন এবার বালেনডি’ওর পাওয়া উচিত এই ব্রাজিলিয়ানেরই। মুশকিলটা হল আন্সেলোত্তি ও তার খেতাবে ঝলমল হয়ে থাকা রিয়ালকে কেউ ছেড়ে যেতে চাইছেন না। মাদ্রিচ অন্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও বেতন কমিয়ে থেকে যাচ্ছেন মাদ্রিদে।
ভিনিসিয়াসকে ছাড়ার প্রশ্ন নেই। বেলিংহোম অভিষেক মরসুমে নজর, মন সব করে রেখেছেন।এর সঙ্গে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপে। শনিবার স্পেনের খবর, চুক্তি সই হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা করবে রিয়াল। রদ্রিগোকে নিয়ে জল্পনা ছিল। তিনি বলেছেন, ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই আমি থাকছি। টনি ক্রুসই শুধু বিদায় নিচ্ছেন। স্পেনের সংবাদমাধ্যমের খবর, পাঁচ বছরের জন্য চুক্তি হয়েছে এমবাপের সঙ্গে। আর্থিক পরিমাণ না জানানো হলেও শোনা যাচ্ছে প্রত্যেক বছর তার উপার্জনের পরিমাণ হবে ১৩৬ কোটি টাকা।
Discussion about this post