: দিল্লি ক্যাপিটালসের আইপিএলের রিটেনশন তালিকায় তাঁর নাম না দেখেই অনেকে হতবাক হয়েছিলেন। নিলামের টেবিলে উঠেছিলেন ঋষভ পন্থ। রেকর্ড অর্থে তাকে কিনেছে লক্ষনৌ সুপার জয়েন্টস। আইপিএলের মেগা নিলামের পরেই বোমা ফাটালেন দিল্লির ক্যাপিটাল অন্যতম মালিক পার্থ জিন্দাল ।জানালেন ঋষভ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হতে চান। আই পি এল এর মেগা নিলাম থেকে এইসব বন্ধকে রেকর্ড ২৭ কোটি টাকায় কিনেছিল মনে করা হচ্ছে বন্ধ এলএসজি দলের অধিনায়কত্ব করবেন। পার্থ জিন্দাল একটি সাক্ষাৎকারে বলেছেন,” আমরা ঋষভ পন্থের স্বপ্নের কথা জানি। আমরা জানি ও কোথায় যেতে চায় ।ও সেটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে যে, ওর স্বপ্ন এবং ইচ্ছা হলো ভারতের অধিনায়কত্ব করা। আর তার প্রথম পদক্ষেপ হলো একটি আই পি এল দলের অধিনায়কত্ব করা”। জিন্দাল দিল্লির পরবর্তী অধিনায়ক কে হতে পারেন সেই বিষয়ে মুখ খুলেছেন বলেছেন,” অক্ষর প্যাটেল এবং কে এল রাহুল এই দায়িত্বের জন্য সমানভাবে ভালো প্রার্থী। জিন্দাল জানিয়েছেন অক্ষর ড্রেসিংরুমে খুব আনন্দ মজা করা একজন সতীর্থ হিসেবে পরিচিত। অক্ষর দিল্লি দলের সংস্কৃতি জানেন এবং এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার ও
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post