শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে বাংলাদেশ চলে গেল সুপার এইটে। এইসঙ্গে শেষ হল প্রাথমিক পর্বের খেলা। যে আটটি দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারএইটে প্রবেশ করল তারা হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ,ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। আটটি দলকে দুটি ভাগ করে চারটি করে দল রাখা হয়েছে দুটি গ্রুপে। যেখানে প্রত্যেকের প্রত্যেকের খেলা হবে এবং তারপর প্রথম ও দ্বিতীয় দল সেমিফাইনাল খেলবে। গ্রুপ ওয়ানে রয়েছে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ।
গ্রুপ টুতে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। যে চারটি জায়গায় ওপারে এইটার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলি হল এন্টিগুয়া, বার্বাডোজ , সেন্ট ভিনসেন্ট এবং সেন্ট লুসিয়া। সুপার এইটে পৌঁছে ভারতকে তিনটি ম্যাচ খেলতে হবে। সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে ২০ জুন বার্বাডোজে, খেলা শুরু হবে রাত আটটায়। সুপার এইটে ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে ২২ জুন আন্টিগুয়ায়, খেলা শুরু হবে রাত ৮ টায়। ভারত তৃতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ জুন ,সেই ম্যাচ শুরু হবে রাত আটটা থেকে। ভারতীয় দল প্রাথমিক রাউন্ডে তিনটি ম্যাচে জিতেছে এবং কানাডার সঙ্গে ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়েছে।
ভারতীয় দল প্রথম তিনটি ম্যাচ খেলেছিল নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম আমেরিকায় এবং শেষ ম্যাচটি ছিল কানাডার ফ্লোরিডায় । আমেরিকার অনুষ্ঠিত প্রতিটি ম্যাচই ছিল বাউন্সি উইকেট। পিচ বিচিত্র আচরণ করেছে এখানে জোরে বোলাররা সুবিধা পেয়েছে। কোন ম্যাচেই বড় স্কোর হয়নি। সুপার এইটের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানকার পিচ কিন্তু আগের মত আর নেই ।আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পিচ ছিল প্রচন্ড গতিসম্পন্ন এবং বাউন্সি উইকেট। এখন এখানকার সব পিচই মূলত স্লো টার্নার। স্পিনারাই এখানে সুবিধা পাবে। ইতিমধ্যেই ভারতের দুজন রিজার্ভ খেলোয়াড়কে দেশে পাঠানো হয়েছে। তারা হলেন আবেশ খান এবং শুভ মান গিল। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রেখে দেওয়া হয়েছে রিঙ্কু সিং এবং খলিল আমেদকে। ।
Discussion about this post