এই নিয়ে তিনবার অলিম্পিকস হয়েছে ফ্রান্সের রাজধানী শহরে ।দু’বারের মতো এবারও অনেক নতুন কিছু নিয়ে হাজির ছবি ও কবিতার শহর। আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হচ্ছে 26 শে জুলাই এবং শেষ হচ্ছে 11ই আগস্ট। মোট ৩২৯ টি ইভেন্টের ৩২ ধরনের খেলা অনুষ্ঠিত হবে ৩৫ টি ভেন্যুতে। এবারের প্যারিস অলিম্পিকে এই প্রথম ছেলে ও মেয়ের অ্যাথলিটের সংখ্যা সমান। মোট ১০৫০০ জন ।এবারে প্যারিস অলিম্পিকে সম্ভাব্য মোট দর্শক হবে ১ কোটি ৫০ লক্ষ ।এবারের প্যারিস অলিম্পিক্সোর বাজেট ৩৯ হাজার ১২৭ কোটি টাকা। এবার ২০০০০ সাংবাদিকের উপস্থিত থাকবেন। ৪৫ হাজার ভলেন্টিয়ার কাজ করবেন বিভিন্ন ভেন্যুতে। পদক তৈরি নিয়ে ভাবনার সময় এসেছিল অভিনব এক আইডিয়া। কয়েক বছর আগে রেনোভেশন হয় আইফেল টাওয়ারের। সেই সময় লোহার কিছু খন্ড পাওয়া গিয়েছিল। অলিম্পিকসে য পদকে ব্যবহার করা হয়েছে সেইয্য লোহার টুকরো। পদকের মাঝখানে থাকবে একটি ষড়ভূজ।
এই ষড়ভূজটি তৈরি হয়েছে আইফেল টাওয়ারের লোহার টুকরো থেকে। অলিম্পিক উদ্বোধন বরাবর হয়েছে স্টেডিয়ামে ।সেই পরিচিত ছবি বদল প্যারিসে। শহরের বুক দিয়ে বয়ে চলার সোন নদী যেন ক্যানভাস। নদীর ছ কিলোমিটার জুড়ে উদ্বোধন। অ্যাথলিটরা থাকবেন থাকবেন বোটের উপরে ।বোট ভেসে যাবে সোন নদীর উপর দিয়ে ।উদ্বোধনী অনুষ্ঠানে এরকম বোটের উপরে । আলোর মালায় সেজে উঠবে আইফেল টাওয়ার। প্যারিসে এই নিয়ে তিনবার অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে ।শেষবার অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ১০০ বছর আগে ১৯২৪ এ। ১৯২৪ সালেই প্রথম রেডিও সরাসরি সম্প্রচার হয়েছিল ।১৯২৪শে জনি ওয়াইজমুলার সাঁতার ও ওয়াটার পোলায় দুটি সোনা একটি একটি ব্রোঞ্জ জিতে প্যারিস ১৯২৪ এর অন্যতম তারকা হয়ে উঠেছিলেন। পরে হলিউডের ১২টি টারজান মুভিতে অভিনয়ের জন্য বিখ্যাত তিনি। এবারের অলিম্পিকে ভারতর ১৬টি খেলায় অংশগ্রহণ করছে মোট প্রতিযোগী সংখ্যা ১১৭ জন। ভারতীয়রা যেখানে অংশগ্রহণ করছি তীরন্দাজি ৬ জন, অ্যাথলেটিকস ২৯ জন ,ব্যাডমিন্টন ৭জন ,রোয়িং ১জন ,সেইলিং ১জন ,হকি ১৯ জন, কুস্তি ৬ জন ,বক্সিং ৬ জন ,জুডো ১জন ,শুটিং ২১ জন , সাঁতার ২জন ,টেবিল টেনিস ৮জন, লন টেনিস ৩ জন, গলফ ৪ জন এবং ভারোত্তোলন ১জন।
Discussion about this post