পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রমকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি নাকি বুমরাহ বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার কে! আপনি নাকি গুমরাহ! তিনি এমন একজনের নাম বললেন, যা শুনে সবাই অবাক। বর্তমান ক্রিকেটে ওয়াসিম আক্রম কিন্তু জসপ্রীত বুমরা কে বিশ্বের সেরা বোলার বলে মনে করেন। কিন্তু যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলারের কথা ওঠে আক্রম ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল কে তাঁর প্রিয় বলে জানান। ওয়াসিম একটি সাক্ষাৎকারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলার সম্পর্কে কথা বলেছেন ।তিনি ম্যালকম মার্শালকে সর্বকালের সেরা বোলার বলেছেন ।উল্লেখ্য মার্শালকে বিশ্বের সবচেয়ে বিপদজনক বোলার হিসেবে বিবেচনা করা হয়। মার্শাল ৮১ টি টেস্ট খেলে ৩৭৬ টি উইকেট নিয়েছেন ।ম্যালকম মার্শাল ১৩৬ টি ওয়ানডেতে ১৫৭ টি উইকেট নিয়েছেন। ম্যালকম মার্শাল বার্বাডোজ থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে একজন সদস্য হয়ে ওঠেন। মার্শালের বাবা ছিলেন পুলিশ কর্মী। তিনি মার্শালের ছেলেবেলায় মারা যান।
ক্রিকেটের সাথে তার পরিচয় করে দিয়েছিলেন দাদু ।মার্শাল ১৯৭৭৮ সালের বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন ।তার প্রথম ম্যাচে জামাইকার বিরুদ্ধে ৭৭ রানে ৬ উইকেট নিতে সফল হন। এই পারফরমেন্স দেখে তাকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭৮ -৭৯ ভারত সফরে তার পারফরম্যান্স বিশেষ ভাল ছিল না ।কিন্তু পরের দু’বছর তিনি দলের অধিনায়ক ক্লাইভ লয়েডের নজরে আসেন এবং ভয়ংকর বোলার পরিণত হয়। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেশ অ্যটাকের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা মার্শাল আবার জোয়েল গারনার এবং কার্টলি অ্যাম ব্রোজ এর মত অন্যান্য বোলারদের তুলনায় অনেক খাটো ছিলেন। তিনি ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ নিযুক্ত হন। ১৯৯৯ বিশ্বকাপের সময় তিনি ক্যান্সারে আক্রান্ত হন ৬ মাসের মধ্যেই তিনি মারা যান।
Discussion about this post