২৬ শে জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক ২০২১ সালের পর এবার ফের হচ্ছে অলিম্পিক এবার আয়োজক দেশ ফ্রান্স ১৬ দিন ধরে চলবে এই লড়াই। এবার ভারতের থেকে আরো বেশি পদক আশা করছি গোটা দেশ ।বাকি অলিম্পিক্স থেকেও এবার টিম ইন্ডিয়ার পারফরমেন্স অনেকটাই বেশি ১১২ জন অ্যাটলিট ৬৯ পদের জন্য অংশগ্রহণ করবেন। এবার ভারতের ১১২ জন টিমের মধ্যে অ্যাথলেটিক্স টিমে ২৯ জন সদস্য রয়েছেন এটা সবচেয়ে বড় টিম ।শুটিং রয়েছেন ২১ জন এটা ভারতের দ্বিতীয় বড় টিম। টোকিও অলিম্পিকসে সংখ্যাটা ছিল ১৫।এবার বাড়ানো হয়েছে শুটিং এর অ্যাথলিটদের সংখ্যায়।
এবার পুরুষ এবং মহিলাদের তীরন্দাজি দল প্রতিযোগিতার নামবে ২৫ তারিখ । ২৭ তারিখ রয়েছে ভারতের পদক জেতার প্রথম সুযোগ ।এখানে ১০ মিটার এয়ার রাইফেল পদকের ম্যাচ রয়েছে। ১০ মিটার মিক্স টিম এয়ার রাইফেলে অংশগ্রহণ করবে ভারতের দুটো দল। নীরজ চোপড়া ৬ই আগস্ট ন্যাম্পিয়ন ট্র্যাক এ ৮ ই আগস্ট রয়েছে সেটার ফাইনাল নিজেদের কাছে এবার চ্যালেঞ্জ সোনা ধরে রাখা দুবারের অলিম্পিক পদে জয়ী পিভিসিন্ধু ব্যাডমিন্টন একাধিক ইভেন্টে নামবেন ২৭ এ জুলাই থেকে ৫ ই আগস্ট এর মধ্যে মীরাবাই চানু সাথেই আগস্ট লামবেন ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে। লাভলিনা বরগোহাইন বক্সিংয়ে নামবেন ২৭জুলাই থেকে ৭ ই আগস্ট পর্যন্ত। নিখাদ জানিনা একই সময় অলিম্পিক্সে নামবেন। তীরন্দাজি অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন, বক্সিং, ইকুয়েস্ট্রিয়ান, গলফ, শুটিং,সেইলি ্, শুটিং সাঁতার কুস্তি টেবিল টেনিস এই ১৬টা স্পোর্টস এ নামবেন ভারতীয় অ্যাথেলিটরা।
Discussion about this post