মহেন্দ্র সিং ধোনি এমন একজন ক্রিকেটার যাকে নিয়ে আলোচনা শেষ নেই। ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর নিয়েছেন। কিন্তু চুটিয়ে আইপিএল খেলছেন এখনও। গত দু-তিন বছর ধরেই একটি আলোচনা বারবার ঘুরে ফিরে আসছে কবে তিনি অবসর নেবেন। এখন তিনি সারা বছর প্র্যাকটিস করেন না কেবলমাত্র আইপিএলের আগে দু-তিন মাস প্র্যাকটিস করেন। তা সত্ত্বেও তার ফিটনেস নিয়ে প্রশ্ন করার কোনও সুযোগ তিনি দেননি। তার রানিং বিটুইন দা উইকেট এখনও ঈর্ষা করার মতো । কোন প্রাক্তন ক্রিকেটার বা বিশেষজ্ঞ ক্রিকেটার এখনও পর্যন্ত বলেন নি ধোনির অবসর নেয়া উচিত। এবছর ধোনি অধিকাংশ ম্যাচেই অনেক পরে ব্যাট করতে নেমেছেন। মাত্র তিনবার তিনি এ বছর আউট হয়েছেন। অধিকাংশ ম্যাচেই ছিলেন নট আউট । কিন্তু তার খেলা দেখে তাকে কখনোই আনফিট বলে মনে হয়নি ।
শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আইপিএল থেকে। একই সঙ্গে এবছরের মতো ধোনির লড়াই শেষ। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কি আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি? এমন জল্পনা চলছেই। তার মধ্যে ধোনি ভক্তদের জন্য কিছুটা হলেও সুখবর। চেন্নাই সুপার কিংস এর শীর্ষকর্তাদের একজন স্পষ্টই বলেছে, ধোনি যদি আর না খেলতো তাহলে ও নিশ্চয়ই আমাদের জানাতো। আমাদের একজনের সঙ্গে ধোনি এ নিয়ে কথা বলেনি। বরং ম্যানেজমেন্ট কে ও এ কথা বলেছে, আরো অন্তত মাস দুয়েক অপেক্ষা করতে । তারপরে নিজের সিদ্ধান্ত জানাবে । ধোনির এই কথায় উৎসাহিত করেছে চেন্নাই ম্যানেজমেন্ট কে। সেই কর্তা আরো বলেছেন , ধোনি এখনো ভালোই ফিট । রানিং বিটুইন দ্য উইকেটে কোন সমস্যা হচ্ছে না ।এটা খুবই ভালো দিক। এটাও মনে করা হচ্ছে ইমপেক্ট ক্রিকেটারের যে নিয়ম আইপিএলে রয়েছে সেটা থেকে গেলে ধোনি আরও খেলে দেবেন।
এই নিয়ম তাকে পুরো সময় মাঠে থাকতে হবেনা। কিন্তু ইম্প্যাক্ট ক্রিকেটার নিয়ে নানাদিক থেকে সমালোচনা হচ্ছে । বোর্ড ও ভাবছে এই নিয়ম রাখা বা না রাখার নিয়ে । ইনপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকুক বা না থাকুক ধোনি যদি আগামী বছর আবারও খেলেন তবে তা অবশ্যই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে । ছয়বার সিএসকের হয়ে ধোনি আইপিএল ট্রফি জয় করেছেন। সপ্তম বার ট্রফি জেতার পর ধোনি অবসর নেবেন ? সময় তার তার উত্তর দেবে।
Discussion about this post