ঋষভ পন্থ যে আর দিল্লি ক্যাপিটালসে থাকতে রাজি নন তা আগে থেকেই শোনা যাচ্ছিল। নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ হতে বিষয়টি স্পষ্ট হয়। দিল্লি ক্যাপিটালস ধরে রাখেনি তাদের অধিনায়ক পন্থকে। অর্থাৎ এবার নিলামে নামবেন তিনি ।কেন দিল্লি ছাড়লেন পন্থ?শুধু কি টাকার অংক? নাকি অন্য কারণ রয়েছে? দিল্লি ক্যাপিটালস এর মালিক যৌথভাবে জিএমআর ও জিএস ডাব্লিউ গোষ্ঠী । এতদিন যৌথবাহিনীর ভাবে মালিকানা সামলাচ্ছিলেন তারা। দিল্লির এই দুই মালিক নীতি পন্থের পছন্দ হয়নি। দুজন আলাদা ভাবনায় দল চালানোর কথা ভাবতে পারেন ।ফলে দু বছর অন্তর বদলে যেতে পারে দল। তাতে সাফল্য পাওয়ার সম্ভবনা কম। পন্টিং ও সৌরভে সঙ্গে পন্থের সম্পর্ক বেশ ভাল ছিল ।নতুন কোচিং দলও পছন্দ নয় পন্থের। তাই থাকতে রাজি হননি তিনি । নিলামে কত দর উঠেছে সেটা বুঝে আর টি এম ব্যবহার করে পন্থ কে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকছে দিল্লির কাছে। তাদের হাতে রয়েছে ৭৩ কোটি টাকা। তবে পন্থের দাম বেশি উঠলে তার জন্য আর টি এম ব্যবহার করবে না দিল্লি। ফলে পন্থের দিল্লির ফেরার সম্ভাবনা অনেক কম। পন্থের দিকে নজর রয়েছে কলকাতার নাইট রাইডার্স ,চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের। এছাড়া অন্য দলগুলিও পন্থকে পাওয়ার চেষ্টা করবে ।কাজেই এবারের আইপিএলে নিলামের সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে পন্থের দলবদল।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post