উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করতে আসা ব্যক্তিদের গ্রেপ্তার করল পুলিশ। সন্দেশখালি থেকে ১১ জন মহিলা ও দুই পুরুষকে আটক উলবেড়িয়া থানার পুলিশ। তবে কি কারণে তাদের থানায় আটকে রাখা হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষের অভিযোগ, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রচারক হিসেবে সন্দেশখালি এই মহিলাদের নিয়ে আসা হয়েছিল। এবং তাদেরকে রাত্রে বেলায় একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সোমবার রাত সাড়ে এগারোটার সময় পুলিশ খবর পেয়ে সেই বাড়িতে আসে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ চলে যায়। আবার রাত দুটো নাগাদ পুলিশ ওই বাড়িতে এসে ১১ মহিলা ও দুইজন পুরুষকে আটক করে থানায় নিয়ে যায়। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ প্ররোচনা করে এই সমস্ত মহিলাদের রাতে আটক করে নিয়ে গেছে। তবে যেটা জানা যাচ্ছে এদের সঠিক পরিচয় এবং আদৌ এরা সন্দেশখালি থেকে এসেছিল কিনা সে ব্যাপারে খোঁজখবর করছে পুলিশ প্রশাসন। যেখানে রাজ্যে সন্দেশখালি নিয়ে একটা বড় ইস্যু রয়েছে কি কারনে সেই এলাকার মহিলাদের এখানে নিয়ে আসা হয়েছিল তারই খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে পরিবারের লোককে খবর দেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে যেই বাড়িতে এরা ছিলেন সেই বাড়ির মালিকের অভিযোগের পরিপেক্ষিতেই এই মহিলাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে এসে রাখা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার এলাকায়, উত্তেজিত জনতা ভাঙচুর চালায়...
Read more
Discussion about this post