আজ, মঙ্গলবার তৃতীয় দফার ভোট হচ্ছে রাজ্যের ৪ কেন্দ্রে। মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। রাজ্য ও দেশ মিলিয়ে মোট ৯৩ টি আসনে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী তৃতীয় দফার নির্বাচনে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। দুপুর ১টা পর্যন্ত এ রাজ্যের চার আসনে গড়ে ভোট পড়েছে ৪৯.২৭ শতাংশ। সকাল থেকে একধারে যেমন ভোটারদের লাইন পড়েছে বুথে বুথে। তেমন বিক্ষিপ্ত অশান্তির খবরও উঠে এসেছে। মালদহের মালতিপুরে বার বার ইভিএম বিকলের অভিযোগ শোনা গিয়েছে।
হরিনগরের ১১ নং বুথের ঘটনা। ভোটের দিন বোমাবাজি রতুয়া ১ নম্বর ব্লকের রামপুর এলাকায়। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে রাস্তায় বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। বাইকে চেপে এসে দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। মালদহের রতুয়ার ১নং ব্লকের চাঁদমণি হাই মাদ্রাসার ২০১ নং বুথে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পাল্টা তৃণমূলের দাবি নির্বিঘ্নে ভোট হচ্ছে। রতুয়ার ২০১ বুথে চাঁদমনী এলাকায় ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযুক্ত চাঁদমনি অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান। পুলিশ প্রশাসন অঞ্চল চেয়ারম্যান কে আটক করেছে। অভিযোগ ভোট দানে বাধা দিয়ে পালাচ্ছিলেন তিনি। সেইসময় তাকে আটক করে পুলিশ। এইভাবে সকাল থেকে নানা ঘটনার সাক্ষী থাকল মালদহ। ঘটনাবহুল থাকল বাংলার অনান্য কেন্দ্রগুলিও।
Discussion about this post