এবার পাণ্ডুয়া কান্ডের রিপোর্ট হাতে পেলে কমিশন। জেলা নির্বাচনী আধিকারিক যে রিপোর্ট দিয়েছে তাতে পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা বলে উল্লেখ রয়েছে। এর সঙ্গে নির্বাচন বা রাজনৈতিক কোনও যোগ নেই বলে জানানো হয়েছে রিপোর্টে। বর্তমানে ঘটনাস্থলে বোমস্কোয়ার্ড গিয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখতে রয়েছে এসপি পদমর্যাদার আধিকারিকেরা। প্রসঙ্গত,অভিষেকের সভার আগে বোমা বিস্ফোরণে মৃত্যু এক কিশোরের। পুকুর পাড়ে রাখা বোমা ফেটে মৃত্যু। এই ঘটনায় গুরুতর জখম ২। হুগলির পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনির ঘটনা। জখম তিন কিশোরকে দ্রুত পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনের মৃত্যু হয়। বোমায় জখম কিশোর রূপমের বাবা শুকদেব বল্লভের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রূপমের মাকে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এই খবর জানিয়ে বলেন, “সকাল ৮:৪৫-এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সকালে ওই ঘটনার পরেই পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন বোমায় আহত এক কিশোরের বাবা। অভিযোগপত্রে এই ঘটনার পিছনে ব্যক্তিগত কারণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তারপরেই এফআইআরে নাম থাকা ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।” এই ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই রিপোর্ট আজ এসে পৌঁছল কমিশনে।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post