এর আগে বহুবার বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি জবর দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে। এবার সেই একই অভিযোগ উঠলো নিউটাউনের হিডকোতেও। অভিযোগ, হিডকোর জমি দখল করে একাধিক রাজনৈতিক কার্যালয় গড়ে উঠেছে। এবার সেই পার্টি অফিস ভাঙতে হস্তক্ষেপ করতে হলো হাইকোর্টকে। শুক্রবার, হাইকোর্টের নির্দেশ জমি জবর দখল করে গড়ে ওঠা পার্টি অফিস বা দলীয় কার্যালয় সরিয়ে নিতে হবে। অন্যথায় তা ভেঙে ফেলা হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন এজলাসে রিপোর্ট পেশ করে হিটকো জানায় তাদের জমিতে বেআইনি ভাবে পার্টি অফিস নির্মাণ করা হয়েছে। তারা যাচাই করেই সেই রিপোর্ট দিল আদালতকে।
শুধু একটি পার্টি অফিস নয়, হিডকোর জমিতে এমন ৩৫ টি আরও রাজনৈতিক কার্যালয় বানানো হয়েছে বলে দাবি মামলকারীর। এই বিষয়ে হিডকোর আইনজীবীকে বিচারপতির পর্যবেক্ষণ, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? ফুটপাত দখল হয়ে যাচ্ছে! তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ। আপনাদের কি কোনও নির্দিষ্ট আইন নেই? এরপরই আদালতের নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব দলীয় কার্যালয় সরিয়ে নিতে হবে। অন্যথায় তা ভেঙ্গে ফেলা হবে।
কসবা ল কলেজের ঘটনার পর রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একের পর এক বিস্ফোরক অভিযোগ করতেই বিতর্কের জন্ম দিয়েছে। আর...
Read more
Discussion about this post