বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলা খারিজ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে যে মামলা হয়েছিল শুক্রবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেন। রাজ্যের উদ্দেশ্য শীর্ষ আদালত বলেন, এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না। তবে পুলিশের রির্পোট এবং চার্জিশিট নিয়ে কোন মন্তব্য করেনি বিচারপতিরা।
একটি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রভাব খাটানোর অভিযোগ উঠে ছিল বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে । প্রতাপচন্দ্র দে এর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে কে ডেকে দীর্ঘ জেরে করে সিআইডি। বিচারপতির স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল ক্ষমতার অপব্যবহার করে একটি মামলায় অবৈধ্য ভাবে হস্তক্ষেপে করেন তিনি। এক বিধবা মহিলা দাবি করেন,তার আত্মীয়দের বিরুদ্ধে করা মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে। যদিও শুক্রবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। স্বাভাবিক ভাবেই স্বস্তিতে বিচারপতির স্বামী।
কসবা ল কলেজের ঘটনার পর রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী একের পর এক বিস্ফোরক অভিযোগ করতেই বিতর্কের জন্ম দিয়েছে। আর...
Read more
Discussion about this post