ঘরোয়া সিলিন্ডারের নয়, এবার দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। পরপর দুই মাসের ব্যবধানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় স্বস্তি পেলেন ব্যাবসায়ীরা। লোকসভা ভোটের মধ্যেই ব্যাবসায়ীদের জন্য সুখবর শোনাল তেল বিপনন সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসিএল)। বুধবার এক বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান অয়েল জানিয়ছে, ১ মে থেকে দেশের সর্বত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে ১৯ থেকে ২০ টাকা করে। সূত্র অনুযায়ী কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০ টাকা। অর্থাৎ, কলকাতায় যে বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছিল ১,৮৭৯ টাকায়, বুধবার দাম কমে হল ১,৮৫৯ টাকা। একইভাবে দিল্লিতে ১৯ টাকা দাম কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১,৭৪৫.৫০ টাকা।
উল্লেখ্য, চলতি বছরের ১ এপ্রিল দেশজুড়ে কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। একমাসের ব্যবধানে ফের কমায় কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় প্রায় ৩২ টাকা কমেছে। লোকসভা ভোটের আগে ১৪ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দামও কমিয়েছিল তেল সংস্থাগুলি। সিলিন্ডার পিছু ১০০ টাকা দাম কমে বর্তমানে কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং সার্ভিস সংস্থাগুলিতে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়। এবার দাম কমায় অনেকটাই স্বস্তি পাবেন ব্যবসায়ীরা। ওয়াকিবহাল মহলের ধারণা, এরফলে মূল্যবৃদ্ধিতে কিছুটা রাশ টানা যাবে।
Discussion about this post