আর কয়েকদিনের মধ্যেই বঙ্গে ঢুকে যাবে শীত। আর বাঙালির কাছে শীত মানেই ঘুরতে যাওয়া। আর ঘুরতে যাওয়ার তালিকায় প্রথম যে জায়গার নামটি উঠে আসে তা হল দার্জিলিং। ইতিমধ্যেই এখনই বহু পর্যটক সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। আর এইবারেই পর্যটকদের জন্য রয়েছে চমক। প্রথম অনুষ্ঠিত হচ্ছে সরস মেলা।
আজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শৈল শহর যেন মেতে উঠেছে উৎসবে। জানা গিয়েছে, দার্জিলিং-এর চৌরাস্তার ম্যালে ১১ দিন ধরে চলবে এই মেলা। এই মেলাতে রয়েছে নানা হস্তশিল্পের সামগ্রী। মেলা প্রাঙ্গণে ২৫ থেকে ৩০টি স্টল রয়েছে। পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রঙ বেরঙের জিনিস। মেলায় রয়েছে কুটির শিল্পের বহু জিনিস। এছাড়াও বিভিন্ন ধরণের চা, গরম বস্ত্রও থাকছে এই মেলা প্রাঙ্গণে।
এদিন দেখা গেল বহু মানুষের ভিড়। রাজ্য সরকারের উদ্যোগে হওয়া মেলাতে ভিড় জমিয়েছেন আশপাশের মানুষও। এবং পর্যটকরা তো রয়েছেই। মনে করা হচ্ছে প্রতিবছর এই সময় আরও পর্যটক বৃদ্ধি পাবে। তাতে উন্নতি হবে শৈল শহরের পর্যটনে।
স্বনির্ভর মহিলাদের উৎসাহ দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। যাতে তাদের শিল্প ছড়িয়ে পড়ে দেশ বিদেশেও। পাশাপাশি হেরিটেজ তকমা পেয়েছে দার্জিলিং। এই শহরকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর কলকাতাতে হয় সরস মেলা। এমনকি শিলিগুড়িতেও হয়। এইবার সরস মেলা দার্জিলিং-এ।
Discussion about this post