আজ থেকে শুরু সংসদে শীতকালীন অধিবেশন। নরেন্দ্রমোদিকে চাপে রাখতেই ইন্ডিয়া জোটের তৎপরতা। তুলে ধরবেন বেশ কিছু ইস্যু। তারমধ্যে গুরত্বপূর্ণ ইস্যু আদানি এবং মণিপুর। যা নিয়ে হাতিয়ার করতে চাইছে বিরোধী শিবির। এইবার এই নিয়েই ইন্ডিয়া জোটকে বার্তা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় প্রত্যেকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়া জোটের নেত্রী হিসাবে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা একেবারেই স্পষ্ট।
সম্প্রতি রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই নিয়েই মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কংগ্রেস-সহ রাজ্যের সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে চায়। সেই কারণেই একের পর এক নির্বাচনে তৃণমূলের উপর আস্থা রাখছে রাজ্যের মানুষ। তিনি মনে করেন, দেশের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখবে। সেই কারণেই সংসদে শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওার কথা বলেন। তাতে চাপে থাকবে বিরোধী শিবির।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচন থেকেও ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে ছয়ে ছক্কা পেয়েছে তৃণমূল। বাংলার মানুষ ভরসা করেছেন মমতাতেই। এমনকি, বিজেপির জেতা সিট মাদারিহাট হাতছাড়া হয়েছে বিজেপির। তৃণমূলের ঝুলিতে গিয়েছে। তাই কল্যাণ মনে করেন, নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা দিনে দিনে বাড়ছে। সেই কারণেই তিনি প্রস্তাব রাখেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে।
Discussion about this post