কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে চুরির চেষ্টা। জানা যায়, সোমবার সকালে কালনা থানার বাঘনাপাড়া পঞ্চায়েতের রাধানগর এলাকার ছোট্ট অঙ্কুশ হেমব্রমের শ্বাসকষ্ট নিয়ে গত তিন দিন আগে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এদিন সকালে তার ঠাকুমা তাকে শ্বাসকষ্টজনিত কারণে গ্যাস দেওয়ার জন্য নিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ এক ব্যক্তি শিশু বিভাগে ঢুকে পড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ব্যক্তি অঙ্কুসকে নিয়ে টানাটানি শুরু করে দেয় বলে অভিযোগ। ঘটনা দেখে আতঙ্কিত হয়ে আশেপাশের রোগীর পরিজনদের চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ওয়ার্ডে রোগী পরিজনের চিৎকার শুনে ওয়ার্ডে চলে আসেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।
যদিও এ বিষয়, কানলা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে এখনও লিখিত অভিযোগ তার কাছে জমা পরেনি। কিন্তু অভিযোগের বিষয়টি মৌখিক ভাবে জানা গেছে। তাই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে তরফে ওই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কালনা মহকুমা হাসপাতাল চত্বরে।
Discussion about this post