দীঘায় জগনাথ মন্দির উদ্বোধনের পর রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, প্রসাদ পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই, জগন্নাথ দেবের মহা প্রসাদ বিলি শুরু হল রাজ্যের রেশন দোকানগুলি থেকে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আবহ। আর সেই দুর্যোগকে এড়িয়ে জেলাগুলির রেশন দোকানের যে ছবি সামনে এসেছে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে, লাইন দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করছেন বহু মানুষ। সেই একই ছবি ধরা পড়ল নদীয়ার চাকদহের কাঁঠালপুলি এলাকায়। প্রায় দেড়শ মানুষ প্রসাদ নিলেন। এর পাশাপাশি লক্ষ্য করা গেল মালদা, উত্তর ২৪ পরগনা ছাড়াও প্রতিটি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে মহা প্রসাদ। বৃষ্টিকে উপেক্ষা করে চলছে প্রসাদ গ্রহণ।
এমনকি স্থানীয় মিষ্টির দোকানে দিঘার প্রসাদ থেকে তৈরি হচ্ছে প্যারা, গজা। তারপর সেগুলিকে বিলি করা হচ্ছে। বাড়ি বসে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ২৪০০০ রেশন ডিলারের মাধ্যমে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর, গোটা রাজ্য জুড়ে ১০ই জুন এই প্রসাদ তৈরির প্রক্রিয়া শুরু করা হয় এবং তা বিতরণের প্রক্রিয়ায় শুরু করা হয়। এর জন্য কলকাতা থেকে ৩০০ কেজি খোয়া ক্ষীর পৌঁছয় দীঘায়। জানা যায়, সেই খোয়া ক্ষীর বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভগবানের নামে উৎসর্গ করা হয়। এবং সেখান থেকেই প্রসাদ আসে। তারপরে সেগুলিকে স্থানীয় মিষ্টির দোকানে নিয়ে গিয়ে প্যারা ও গজা তৈরি করে বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। সরকারের তরফে দেওয়া প্রতিশ্রুতি মত প্রসাদ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
Discussion about this post