ফের হাওয়া বদল শনিবার থেকে রাজ্য জুড়ে । ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও প্রবল হবে বলে জানা যাচ্ছে। উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে । বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গ জুড়ে।
ভারতের মৌসম ভবন জানাচ্ছে, গতকাল দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরো ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ শুক্রবারের সকালের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে শনিবার সন্ধ্যায়। এরপর ভারতের মৌসম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানালেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে রবিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝে কোনো স্থলভাগে এবং শনিবার ২৫ তারিখ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে চলেছে অনুমান আবহাওয়াবিদদের ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্ত উত্তর-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর বিস্তৃত। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে।
বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে।শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ওদক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।শুক্রবার শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এক পশলা হালকা বৃষ্টি পাবে জলপাইগুড়ি।মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে।
কলকাতা জুড়ে আজ সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সূর্যের তাপে আরো গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে পৌঁছাবে । বৃহস্পতিবার দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরো কিছুটা কমবে।
তবে সপ্তাহান্তে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের হাওয়া বদল হবে। রবিবার ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বেশি থাকতে পারে ।
পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার এলাকায়, উত্তেজিত জনতা ভাঙচুর চালায়...
Read more
Discussion about this post