প্রায় দুই বছর পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন অনুব্রত মণ্ডল। সবকিছু ঠিক থাকলে সোমবার জেল মুক্তি হতে পারে অনুব্রতর। তবে তিহার জেল থেকে বেরিয়ে আর এক মুহূর্ত সময় তিনি দিল্লিতে থাকতে চান না। সোজা চলে আসতে চান কলকাতায়। তবে জামিন পাওয়ার পরেই জেলের মধ্যেই স্বমহিমায় ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, জেল থেকে বেরিয়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা চাইছেন অনুব্রত। কেষ্ট তার ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে এমনটাই দাবি করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু দিল্লি পুলিশের তরফে নিরাপত্তা দেওয়ার কোনও প্রশ্নই নেই। তাই কেষ্টর আবদার মেটাতে বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে অনুব্রতর অনুগামীরা একের পর এক নিজেদের খুশি প্রকাশ করছেন। এই প্রেক্ষাপটে শিব ঠাকুর মণ্ডল, দুবরাজপুরের বালিজুরির এলাকার একজন তৃণমূল কর্মী, বলেছেন যে তিনি খুশিও নন, আবার অখুশিও নন। বছর দুই পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না-থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দী গ্রামে শতাধিক বছরের প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছেন শুনে পুজোর প্রস্তুতি জোরকদমে। পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে পুজোর। অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের একাংশ নেতা থেকে কর্মীরা। অন্যদিকে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘুরছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকও করছেন। আজ পূর্ব বর্ধমান ও আগামিকাল অর্থাত্ বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। এহেন পরিস্থিতে জল্পনা, বীরভূম সফরে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলনেত্রী। লোকসভা ভোটের আগে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে পাঠানো হলেও, মমতা কিন্তু তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরাননি। বরং বীরভূমে লোকসভা ভোট করিয়েছেন অনুব্রতর নামেই। এদিকে অনুব্রতর জেল মুক্তিতে বেজায় চটেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, “এদের কোনও লাজলজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আছে। সেখানে যদি এজেন্সি জামিন না কোচের আবেদন করে, কোথায় যাবেন? মহম্মদ বাজারে জিলেটিন স্টিকের কেস এনআইএর হাতে। তাতে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বড় ঠিকাদার ইসলামের নাম রয়েছে। নলহাটির এমএলএর নাম রয়েছে। বিকাশ রায়চৌধুরীর নাম রয়েছে। অনুব্রত মন্ডলের নাম রয়েছে।”
দু’দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের...
Read more
Discussion about this post