সিভিক পুলিশের পোশাক পরে প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে চুরি। তৃণমূল নেতার বাড়ি থেকে খোয়া গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার। সিসিটিভির ফুটেজে উঠে এলো সেই ছবি। তৃণমূল নেতার বাড়িতে চুরি নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার। ঘটনার ছবিই ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিত ভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গেছে। রিয়াজ আহমেদের মা’কে সে জানায়, দাদা পাঠিয়েছেন, তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায়। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত জিনিস তাতে চাপিয়ে সে উধাও হয়ে যায়।
পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন। তদন্ত করে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আদতে কোনও পুলিশ কর্মী নয়, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর।
এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।
এসএফআই, এআইএসএফ, এআইএস, বিপিএসইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সুদীপ্ত গুপ্তের শাহাদত দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে কেন্দ্রীয় মিছিল। কলেজস্ট্রিট ও শিয়ালদহ থেকে...
Read more
Discussion about this post