জেলায় ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্ট জেলায় ফিরতেই কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এরই মধ্যে এবার বাড়ল জেলা সভাধিপতি কাজল শেখের নিরাপত্তা। Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল তাঁকে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই একই ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রতও। ফলত, এবার থেকে বীরভূমের দাপুটে দুই নেতাই পেলেন সমান-সমান নিরাপত্তা। যদিও জেলা পুলিশের দাবি, তাদের কাছে এই নিয়ে এখনও কোনও চিঠি আসেনি। কাজল শেখ অবশ্য জানান, সোমবার রাত থেকেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু কেন এই নিরাপত্তা বাড়ানো হল? তা নিয়ে কোনও মন্তব্য করেননি। এদিকে অক্টোবর মাসেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল কাজল শেখের। তাঁকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। আবার একবার কাজলের সুরক্ষা বাড়ানো নিয়ে বীরভূমে জোর চর্চা শুরু হয়েছে। এতদিন বীরভূম জেলায় ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডল। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেলেন কাজল শেখও।ওই সিদ্ধান্ত ১৬ নভেম্বর, শনিবার বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আগে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন জেলা তৃণমূলের নেতারা।কোর কমিটিতে কাজল ছাড়াও রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং যুবনেতা সুদীপ্ত ঘোষ। কাজল ছাড়া প্রায় সকলের সঙ্গে অনুব্রতের সম্পর্ক ভাল। তবে রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিসের সঙ্গে অনুব্রতের ‘রাজনৈতিক বিরোধ’ আছে। তবে তা বীরভূম জেলা তৃণমূলের সভাপতির মাথাব্যথার কারণ হয়নি। প্রসঙ্গত, গত দু’মাসে পরপর ২ বার তাঁর নিরাপত্তা বাড়ায় খুশি কাজল অনুগামীরা। তাঁদের আশা কোর কমিটির বৈঠকেও এর প্রভাব পড়বে। দলের স্বার্থে আরও জোড়াল দাবি নিয়ে বৈঠকে সরব হবেন কাজল শেখ। ফলে শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নয়, দলেও যেন তাঁর নিরাপত্তা বাড়ল বলে মনে করছেন তার অনুগামীরা।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়।...
Read more
Discussion about this post