সপ্তাহান্তে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যহত হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, শনি এবং রবিবার ওই শাখায় বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে চলবে জরুরি মেরামতির কাজ। আর এর জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন, বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল। ফলে পুজোর মুখে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের প্রবল ভোগান্তির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলযাত্রীদের নিরাপত্তার জন্যই জরুরি মেরামতির প্রয়োজন। তবে যাতে দ্রুত কাজ শেষ করে পরিষেবা চালু করা যায় সে দিকটাও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের কর্তারা।
রেল সূত্রে জানা যাচ্ছে, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনের মাঝে একটি ব্রিজে মেরামত করা হবে। শনিবার রাত রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত চলবে ওই কাজ। এর ফলে বাতিল করা হয়েছে মোট ৩৮টি লোকাল ট্রেন। পাশাপাশি একাধিক লোকাল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে। এবার দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।
শনিবার –
- আপ ও ডাউন শিয়ালদা-বনগাঁ লোকাল- 33856,33860,33861,33863
- আপ ও ডাউন শিয়ালদা-হাসনাবাদ লোকাল – 33533, 33538
রবিবার –
- আপ ও ডাউন শিয়ালদা-বনগাঁ লোকাল – 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817
- আপ ও ডাউন শিয়ালদা-হাসনাবাদ লোকাল – 33511,33517, 33512, 33514
- আপ ও ডাউন শিয়ালদা-দত্তপুকুর লোকাল – 33612, 33613 33618
- আপ ও ডাউন শিয়ালদা-হাবরা লোকাল – 33652, 33651
- আপ ও ডাউন শিয়ালদা-বারাসাত লোকাল – 33432, 33434, 33431, 33435, 33439
এছাড়া একটি করে মাঝেরহাট-বনগাঁ, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসাত, বারাসত-বনগাঁ, বারাসত-দত্তপুকুর, দত্তপুকুর-শিয়ালদা, বিবাদিবাগ-কৃষ্ণনগর, মাঝেরহাট-লক্ষ্ণীকান্তপুর, নামখানা-লক্ষ্ণীকান্তপুর লোকালও বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। পাশাপাশি কয়েকটি ট্রেনকে মাঝপথেই যাত্রা শেষ করানো হবে। ফলে যারা রবিবার পুজোর কেনাকাটা করতে বের হবেন, তাঁরা হাতে যথেষ্ট সময় নিয়ে বের হন।
Discussion about this post