আগামীকাল রামনবমী। রামনবমীর দিন যাতে কোনওরকম অশান্তি না হয়, তৎপর পুলিশ। স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এমনকি এই সমস্ত এলাকাগুলিতে যাতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে। বেশ কয়েকটি আইপিএস অফিসারকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে এবং বাড়তি মহিলা পুলিশ থাকবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে চূড়ান্ত প্রস্তুতি।
প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয়। বিগত বছরগুলিতে মিছিলকে ঘিরে উত্তেজনাও প্রকাশ্যে এসেছে। গোষ্ঠী সংঘর্ষ কে প্রতিহত করতে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা গ্রহণ করার নির্দেশ থাকে সরকারের তরফে । এবার তাই আগেভাগেই ব্যবস্থা নিল নবান্ন।
পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিজিপি, প্রশাসন, জেলার পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন আধিকারিকদের উদ্দেশ্যে কলকাতা ও রাজ্য পুলিশের ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করে বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো , ২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত কোনও পুলিশ কর্মীর ছুটি মঞ্জুর করা হবে না । যদিও ঠিক কি কারণে এই ছুটি বাতিল করা হল, তার স্পষ্ট বিবৃতি ওই নির্দেশিকায় বলা হয়নি। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে কলকাতার নগর পাল মনোজ ভার্মা কে। শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নগর পাল জানান, “কেউ কোন প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে রাস্তায় পার হলে আইনানুপ ব্যবস্থা নেওয়া হবে।” রামনবমীর প্রস্তুতি নিয়ে কি বলছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা…শুনুন
প্রতি বছরই রাম নবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের তরফে শোভা যাত্রা বের করা হয়।
যে এলাকায় রামনবমীর শোভাযাত্রা পার হতে পারে সেই সেই এলাকায় বিশেষ নজরদারিও চলছে। বিগত কয়েক বছরে ঐ দিন বিভিন্ন প্রান্ত থেকে নানা রকম অশান্তির খবর সামনে এসেছে। তাই এবার যাতে কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই দিকেই করা নজর পুলিশ প্রশাসনের ।
Discussion about this post