গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জল কষ্ট দেখা দিল গঙ্গাসাগর পূর্ব ঘেরী কলোনি এলাকায়। সমস্যা বারংবার পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি সমাধান সূত্র। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কলসি হাতে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে গঙ্গাসাগরের মহিলারা।
গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জল কষ্ট দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর পূর্ব ঘেরী কলোনি এলাকায়। যার পাশের অঞ্চলে স্বয়ং বসবাস করেন সুন্দরবন বিষয় উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এলাকাবাসীর অভিযোগ পাইপ লাইনের জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপকল, দু’বছর কেটে গেলেও সেই ট্যাপে এখনো জল আসেনি। গ্রামের ৪০০ পরিবারের জন্য দুটি গভীর নলকূপ থাকলেও পর্যাপ্ত জল পড়ছে না। আশেপাশের পুকুর গুলোতে জল শুকিয়ে গেছে। জল আনতে যে নলকুপে জল পড়ছে মহিলাদের কলসি হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে থাকতে হয়। এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েত কে জানিয়ে সমাধান সূত্র মেলেনি। বাধ্য হয়েই পানিয় জলের দাবীতে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখা শুরু করলেন স্থানীয় মানুষজন। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন।
বিক্ষোভকারী মহিলাদের দাবি আগামী দিন যদি জলের সমস্যা না সমাধান হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
Discussion about this post