সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। ডমিনেট করলে হবে না, মেজাজ হারিয়ে বললেন সৌগত। রামনবমীর দিন দমদমে তৃণমূলের তরফে একটি রোড শোয়ের আয়োজন করা হয়। দমদম মমতাময়ী ভবনের সামনে থেকে বিশাল মিছিল দমদম রোড হয়ে নাগেরবাজার , এরপর দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেলের মাঠে শেষ হয়। এদিন তৃণমূলের মিছিলে স্কুল পড়ুয়াদের স্কুলের ইউনিফর্মে উপস্থিত থাকতে দেখা যায়।
আবারো মেজাজ হারালেন সাংবাদিকদের প্রশ্নে সৌগত রায় | আজ রাম রামনবমী রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল তাই এই দিনটি ভোটের কাজে জনসংযোগ সারলেন সৌগত রায়। দমদম মমতাময়ী ভবনের সামনে থেকে বিশাল র্যালি দমদm রোড হয়ে নাগেরবাজার , আর ,এন,গুহ রোড ধরে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন রেল এর মাঠে শেষ হয়। উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বসু এবং দক্ষিণ দমদম ও দমদম পৌরসভার পৌর মাতা, পৌর পিতা সহ তৃণমূল এর কর্মীরা এই রেলিতে পা মেলালেন। র্যালিতে স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার, সবুজ সাথী , রূপশ্রী, মিড ডে মিল তুলে ধরা হয়। তবে এই রেল্যালিতে স্কুলের ছাত্রীএবং ছাত্রদের অংশগ্রহণ করতে দেখা যায় তাদের স্কুল ইউনিফর্মে। গত তিনবারের বিজয়ী সৌগত রায়। এবারের কঠিন প্রতিপক্ষ বিজেপির শীলভদ্র দত্ত এবং সিপিএমের সুজন চক্রবর্তী।এক সময় সিপিএমের গড় বলা হতো দমদম কে, এবার লড়াইটা একটু কঠিন বলে মনে করছে রাজনৈতিক মহল। জনতা জনার্দন জনতাই শেষ বিচারক তার জন্য অপেক্ষা করতে হবে আগামী চারই জুন ভোট গণনা ফলাফলের উপর।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post