মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন।চলতি বছরের সেপ্টেম্বরেই দীপিকা রণবীরের বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি।পুত্র সন্তান নাকি কন্যা তা নিয়ে আগ্রহী অনুরাগীরা।বাবা হওয়ার আগেই ছেলের নাম ঠিক করে ফেলেছে রণবীর। বিয়ে হয়েছে পাঁচ বছর।এবার তারকা দম্পতি বাবা-মা হতে চলেছেন রণবীর-দীপিকা। শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী।যদিও অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই।কানাঘুসো আবার এটাও শোনা যাচ্ছে, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন দম্পতি।
যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি দীপিকা রণবীর।পুত্র চাই না কন্যা, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিংহ।দীপিকা এবং রণবীর দু’জনেই বাচ্চা খুব ভালবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিংহ।যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তাঁর কন্যাসন্তান চাই।যাকে দেখতে হবে একেবারে দীপিকার মতো।তবে সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা?না।
তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।’’ দীপিকা মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে স্ত্রীকে আগলে রাখতে দেখা গিয়েছে অভিনেতাকে।এ বার অপেক্ষা সিংহ পরিবারে নতুন অতিথি আসা
Discussion about this post