তিনি বলিউডের কিং খান। তার নামে এখনও হলে মানুষ সিটি মারে। তাঁর সিনেমা মানেই সুপার-ডুপার হিট। পরবর্তী সিনেমার জন্য মুকিয়ে থাকেন ভক্তরা। তিন দশকেরও সময় ধরে তিনি বলিউডে রাজ করছেন। সাফল্য তাঁকে ছুঁয়েছে। তবে আকাশ ছোঁয়া সাফল্যের পরও তিনি নাকি কাঁদতেন। বাথরুমে গিয়ে হাউ হাউ করে কাঁদতেন শারুখ খান। কিন্তু কেন? কীসের কারণে মাঝেমধ্যেই অসহায় বোধ করেন কিং খান? দমবন্ধ কষ্টের কথা জানালেন তিনি নিজেই।
একের পর এক হিট সিনেমা। তিন দশক ধরে সাফল্যের সঙ্গে সিনেমা করছেন শারুখ। ২০২৩ সালে বলিউডকে ফিরিয়ে দিয়েছে ২৫০০ কোটি টাকা। একই বছরে তিনটি ব্লকবাস্টার ছবি তাঁর।
তবে সাফল্য তার কাছে এলেও ব্যর্থর গল্পও রয়েছে তাঁর জীবনে। যে দিনগুলি তিনি নিজেও আর মনে করতে চান না। প্রবল ভয়ঙ্কর ছিল কিং খানের একটা সময়। ২০১৩ সালে শেষ সুপার-ডুপার, ব্লকবাস্টার ছবি চেন্নাই এক্সপ্রেস। ২০১৮ সালে জিরো ফ্লপ করার পর তিনি বেশ কিছুদিন আর সিনেমা করেননি। প্রায় ৫ বছর ধরে কোনও সিনেমা করেননি তিনি। এই নিয়েই একটি সাক্ষাৎকারে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, সেই দিনগুলো আর মনে করতে চাই না। বাথরুমে গিয়ে ভীষণ কাঁদতাম। তবে তিনি নিজেকে প্রতিনিয়ত বোঝাতেন। যে এই দুনিয়া তার বিরুদ্ধে নয়। হয়ত সঠিক কিছু মানুষকে দিতে পারছেন না। কিন্তু এই দুনিয়া ষড়যন্ত্র করছে না। সঠিকভাবে দুনিয়ার কাছে ধরা দিলে তোমাকে এক্সসেপ্ট করতে বাধ্য। তবে নিজের ব্যর্থতার কথা ছাড়াও নিজের সাফল্যের কতাও তিনি শেয়ার করেছেন ওই সাক্ষাৎকারে। সাফল্যের আগেও জীবনের প্রতিটি জিনিসের মূল্যবোধ থাকা দরকার, তাও স্পষ্ট করেছেন শারুখ।
Discussion about this post