মাহিয়া মাহি , বাংলাদেশের ঢালিউডে সফলতম অভিনেত্রী। সিনেমাজগতে যেমন তাঁর জনপ্রিয়তা, অন্যদিকে তিনি কোনও না কোনও বিষয় নিয়ে চর্চায় থাকেন। সম্প্রতি তাঁর বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। কোনও এক নায়কের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মাহি।
তাঁর বিয়ে ভাঙার গুঞ্জন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল । ফেব্রুয়ারি মাসে নিজেই বিয়ে ভাঙার খবর জানান অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে অভিনেত্রী জানান, স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের কথা। খুব তাড়াতাড়িই তাঁদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শেষ হবে বলেও জানান। স্বামীর থেকে এখন আলাদাই থাকছেন মাহি্।
আর এই খবরের রেশ কাটতে না কাটতেই আবারও প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এক নায়কের নাকি প্রেমে পড়েছেন মাহি। ঢালিউডের জনপ্রিয় নায়ক জয় চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। জয়-মাহির একসঙ্গে ছবি সমাজমাধ্যমে বেশ দেখা গিয়েছে। কিন্তু একসঙ্গে কোনও ছবিতে এখনও পর্যন্ত দেখা যায়নি। জয়ের বাড়িতে দেখাও গিয়েছে নাকি মাহিকে। তাঁদের দুজনের বন্ধুত্ব নাকি খুবই ভালো বন্ধুত্ব। কিন্তু কিভাবে হল তাদের বন্ধুত্ব? এই প্রসঙ্গে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে মাহিয়া মাহি জানান, খুব অল্প সমসেয়র মধ্যেই আমার আর জয়ের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেনি। আমার সঙ্গে যে নায়করা কাজ করেন আমি তাদের শত্রু ভাবি। সেই কারণে তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো হয় না। জয়ের সঙ্গে আমার ২০১৯ সাল থেকে ভালো সম্পর্ক। কিন্তু সেটা গোপন রেখেছিলাম। কারণ যে কোওন জিনিস গোপন রাখলে সেটা সুন্দর হয়।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর উদ্বোধন চলছে জোড়কদমে। মহালয়ার দিন থেকেই টলিপাড়ার নায়িকারা পৌঁছচ্ছেন বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধনের জন্য। চতুর্থীর দিন...
Read more
Discussion about this post