বাঁকুড়া জেলার এক শ্রেণির তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন সুজাতা মন্ডল। গত লোকসভা নির্বাচনে তিনি বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন। তিনি মানুষের ভোটে হারেননি। তৃণমূলের কিছু নেতার জন্য হেরেছেন। এবার দাবি করলেন সুজাতা। সোমবার মঞ্চ থেকে সুজাতা দলেরই নেতৃত্বে একাংশের উদ্দেশ্যে বলেন, ‘এখানে অনেক মানুষের চরিত্র এমন হয়েছে, প্রার্থী যেই হোক, যদি তাঁর পছন্দের না হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা মনে আসে না। জোড়া ফুলটা মনে আসে না। তখন বিজেপি প্রার্থীর সঙ্গে রাতের অন্ধকারে বসে তারা কিন্তু সেটিংয়ের খেলা খেলে। আমি দলের কাছে ক্ষমা চাইছি এই গদ্দারদের আমি অতিরিক্ত সম্মান দিয়েছিলাম। এই গদ্দারদের আমি চিনেও ভেবেছিলাম মানুষের চরিত্র হয়তো সময়ের সঙ্গে বদলে যায়। আমাদের দলের কিছু ধান্দাবাজ জালিয়াত যারা পদে আছে এবং একাধিক পদ ভোগ করছে বংশপরম্পরায়, বছরের পর বছর, তারা দলকে দেখে না। তারা দলকে হারানোর চেষ্টা করে। আমার হারের জন্য দলের একাংশ দায়ী। আমার হারের পিছনে একাধিক বিধায়ক রয়েছেন। বিজেপি প্রার্থী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আমাকে হারানো হয়েছে। মমতা-অভিষেক সব জানেন”।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গিহানা হয়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন পর্যটক।...
Read more
Discussion about this post