রাজ্যে ঘটে গিয়েছে আর জি করের মতো একটি ঘটনা। যা গোটা দেশ জুড়ে আলোড়ণ সৃষ্টি হয়েছে। এখনও চলছে তার তদন্ত। এই ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের মনে এখনও ভয় জমে রয়েছে। কর্মক্ষেত্রে বা শিক্ষাঙ্গণে ঠিকমতো পৌঁছল কিনা সন্তান, উদ্বিগ্ন হয়ে থাকেন অনেকেই। এইবার সেই চিন্তা দূর হবে। এক অভিনব পন্থা চালু করল মুর্শিদাবাদের একটি কলেজ। একটি অ্যাপ থেকেই জানতে পারবেন আপনার সন্তান সুরক্ষিতভাবে কলেজে পৌঁছল কিনা। জানা গিয়েছে, নিরাপত্তার কথা ভেবে এই অ্যাপ চালু করা হয়েছে।
বহরমপুর গার্লস কলেজ, এই অ্যাপ চালু করে। ছাত্রীরা কলেজে পৌঁছন মাত্রই অভিভবকরা তা জানতে পারবেন এই অ্যাপ থেকে। এমনকি কর্তৃপক্ষও ওয়াকিবহাল হবে। জানা গিয়েছে বুধবার দুপুরে এই অ্যাপের উদ্বোধন হয়। এই অ্যাপটির নামকরণ করা হয়েছে বিজিসি অ্যাপ। এই অ্যাপের অনেকগুলি সুবিধা রয়েছে।
এই অ্যাপ যেরকম ছাত্রীদের নিরাপত্তা দিচ্ছে, ঠিক অন্যদিকে ক্লাস করাতেও একরমক বাধ্য করছে ছাত্রীদের। ফলে একরকম নিশ্চিত অভিভাবকেরা। পাশাপাশি শিক্ষকরাও খুশি হয়েছেন। শিক্ষকদের বক্তব্য, সময় এগিয়ে যাচ্ছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষার মান আরও বাড়াতে হবে। অন্যান্য দেশের শিক্ষার পরিকাঠামো দেখে শিক্ষা নিতে হবে। কোথায় কি গ্যাপ রয়েছে, সেগুলি অ্যানালিসিস করতে হবে।
Discussion about this post