শুক্রবার অক্ষয় তৃতীয়া। ফলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দেখা গেল তারকার সমাবেশ। এদিন দক্ষিণবঙ্গের একের পর এক তারকা প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা করলেন। ফলে দিনভর ছিল রাজনৈতিক দলগুলির উৎসাহ-উদ্দীপনা। অপরদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং কলকাতার নির্বাচনী দফতরে ছিল চুরান্ত ব্যস্ততা।
শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মনোনয়ন জমা করলেন উত্তর কলকাতা কেন্দ্রের দুই প্রবল প্রতিপক্ষ বিজেপির তাপস রায় এবং তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায়। মনোনয়ন পেশের পর উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রতিপক্ষে কে আছেন তা নিয়ে বেশি ভেবে নিজের জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যেই থাকে।
অপরদিকে উত্তর কলকাতা আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ তথা প্রাক্তন সহকর্মী তাপস রায় এদিনই বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা করলেন। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তাপস রায় প্রথমবার বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়ে বললেন, তৃণমূলের নয়, এবার মানুষের খেলা হবে।
দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও এদিন মনোনয়নপত্র পেশ করেছেন। তাঁর সঙ্গেই মনোনয় জমা করেছেন বরাহনগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করার আগে দুজনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান। সেখানে দমদমের তিনবারের সাংসদ বলেন, জয় আসবেই, দমদমে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
অক্ষয় তৃতীয়ায় মনোনয়ন পেশ করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। এদিন অনির্বান গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎহাস উদ্দীপনা ছিল। রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি গড়িয়া থএকে টালিগঞ্জ পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করেন। পরে বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে অন্তত একবার জেতান। আমাদের সুযোগ দিন।
রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব যাদবপুরের বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে। এখান থেকে বিজেপি অনেক বেশি আসন পাবে বলেও দাবি করেন রেলমন্ত্রী।
অপরদিকে এদিন মনোনয়ন পেশ করেছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথাগত রায়। মনোনয়ন পেশের আগে বিজেপি নেত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা সবাই জানেন। ফলে এই সব স্টিং অপারেশন দিয়ে বিজেপিকে দমানো যাবে না।
কলকতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি আসনে ভোটগ্রহন হবে শেষ তিন দফায়। ফলে ধীরে ধীরে চড়ছিল ভোটের উত্তাপ। কিন্তু অক্ষয় তৃতীয়ায় অধিকাংশ আসনে মনোনয়ন জমা হওয়ার পর বলা যায় ভোটের দামামা বেজে গেল দক্ষিণবঙ্গে।
আকসাই চিন ও অরুণাচল প্রদেশের একটা অংশ বরাবরই তাঁদের বলে দাবি করে বেজিং। অপরদিকে ভারত ওই অংশগুলি ভারতের অবিচ্ছেদ্দ অংশ...
Read more
Discussion about this post